সারমর্মঃ বহুদিন ধরে বহু ক্রোশ দুরে...................একটি শিশির বিন্দু।


বহুদিন ধরে বহু ক্রোশ দুরে...................একটি শিশির বিন্দু

বহুদিন ধরে বহু ক্রোশ দুরে

বহু ব্যয় করি বহু দেশ ঘুরে

দেখিতে গিয়েছি পর্বতমালা,

দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয নাই চক্ষু মেলিয়া,

ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া

একটি ধানের শীষের উপর

একটি শিশির বিন্দু।

সারমর্মঃ  মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য অনেক সময় তার মূল্যবান সময় ও অর্থ ব্যয় করে বহু দেশ ঘুরে বেড়ায়। অথচ তার চারপাশের অনির্বচনীয় সৌন্দর্যটুকু উপভোগ করতে তার অনীহা। আমাদের চারপাশে সৌন্দর্যের বিচিত্র সমারোহ থাকতে কষ্ট করে দূরে গিয়ে সময় ও অর্থ নষ্ট করা নিরর্থক।

সারমর্মঃ দন্ডিতের সাথে দন্ডাদাতা কাঁদে যবে সমান আঘাতে............মহা অপরাধী হবে তুমি তার কাছে।
Previus
সারমর্মঃ আসিতেছে শুভ দিন ............. তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম