সম্প্রদান কারক (বিস্তারিত)


সম্প্রদান কারক

যাকে স্বত্ব ত্যাগ করে নিজ ইচ্ছায় যখন কোনো কিছু দান করা হয়, তখন তাকে সম্প্রদান কারক বলে ।

বস্তুু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক

যেমন- ভিক্ষুককে ভিক্ষা দাও।

এ বাক্যে ‘ভিক্ষুককে’ নিজ স্বত্ব ত্যাগ করে ভিক্ষা দেয়ার কথা বলা হয়েছে এবং ঐ ভিক্ষুক তার প্রাপ্ত ‘ভিক্ষা’ আর কোন দিন ফেরত দিতে বাধ্য নয়। তাই এখানে ‘ভিক্ষুক’ সম্প্রদায় কারক।

কিন্তু যদি বলা হয়, ধোপাকে কাপড় দাও, তাহলে ‘ধোপা’ সম্পদান করক নয়। কারন ‘ধোপা’ তার প্রাপ্ত কাপড় আবার ফেরত দিতে বাধ্য । এজন্য শুধু ‘দেয়া’ হলেই সম্প্রদান কারক হয় না।

যেমন- চাকরকে বেতন দাও। এ বাক্যের ‘চাকর’ সম্প্রদান কারক নয়। কারণ চাকরকে তার কাজের বিনিময়ে বেতন দেয়া হচ্ছে। অতএব সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কোনো কিছু দান না করলে সম্প্রদান কারক হবে না।

ক্রিয়াকে ‘কাকে’ প্রশ্ন করলে যে উওর পাওয়া যায়। তাই সম্প্রদান কারক।

সম্প্রদান কারকে সাধারণত  চতুর্থী বিভক্তির প্রয়োগ হলে ও অন্যান্য বিভক্তির ব্যবহার ও লক্ষ করা যায়। যেমন-

১.প্রথমা বা শূণ্যে বিভক্তির : দিব তোমা শ্রদ্ধাভক্তি।

২.চতুর্থ বিভক্তি : দরিদ্রকে ধন দাও।

৩.ষষ্ঠী বিভক্তি : দেশের জন্য প্রাণ দাও।

৪.সপ্তমী বিভক্তি : অন্ধজনে দেহ আলো। সংপাত্রে কন্যা দান কর।

বিভক্তিসহ সম্প্রদান কারকের কিছু উদাহরণঃ


অন্নহীনে অন্ন দাও - সম্প্রদানে ৭মী।

গৃহহীনে গৃহ দাও - সম্প্রদানে ৭মী।

দীনে দয়া কর - সম্প্রদানে ৪র্থী।

ভিক্ষুককে ভিক্ষা দাও - সম্প্রদানে ৭মী।

সংপাত্রে কন্যা দান কর - সম্প্রদানে ৭মী।

অপাদান কারক (বিস্তারিত)
Previus
করণ কারক (বিস্তারিত)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম