সমাস (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)


সমাস - অতি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক-প্রশ্নোত্তর

১। নিচের কোনটি উপমিত কর্মধারায় সমাস নয়?

ক ) তুষারশুভ্র

খ) পুরুষসিংহ

গ) মনমাঝি

ঘ) মুখচন্দ্র

উত্তরঃ ক ) তুষারশুভ্র।



২। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?

ক) মা-বাবা

খ) অহি-নকুল

গ) আয়-ব্যয়

ঘ) মোল্লা-মৌলভি

উত্তরঃ ঘ) মোল্লা-মৌলভি।

৩। সিদ্ধ যে আলু-আলুসিদ্ধ - কী সমাস?

ক) দ্বন্দ্ব সমাস

খ) কর্মধারায় সমাস

গ) দ্বিগু সমাস

ঘ) রূপক সমাস

উত্তরঃ খ) কর্মধারায় সমাস।

৪। ‘উদ্বেল’ শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাম ?

ক) বিপ্সা অর্থে

খ) অনতিক্রম্যতা অর্থে

গ) সামীপ্য অর্থে ঘ) অতিক্রান্ত অর্থে

উত্তরঃ ঘ) অতিক্রান্ত অর্থে।

৫। ‘মহ্যকীর্তি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) মহতী যে কীর্তি

খ) মহা যে কীর্তি

গ) মহৎ যে কীর্তি

ঘ) মহান যে কীর্তি

উত্তরঃ ক) মহতী যে কীর্তি।

৬। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কোনটি?ৎ

ক) চতুরঙ্গ

খ) তেমাথা

গ) চৌরান্তা

ঘ) চৌচালা

উত্তরঃ ঘ) চৌচালা।

৭। নিচের কোনটি সঠিক ব্যাসবাক্য ও সমাস?

ক) রাজার পথ = রাজপথ

খ) রাজার হাঁস = রাজহাঁসৎ

গ) গুণের গ্রাম = গুণগ্রাম

ঘ) মৃগের শিশু = মৃগশিশু

উত্তরঃ গ) গুণের গ্রাম = গুণগ্রাম।

৮। ‘ন সুর = অসুন’ এখানে কী অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হয়েছে?

ক) অভাব

খ) ভিন্নতা

গ) অল্পতা

ঘ) বিরোধ

উত্তরঃ ঘ) বিরোধ।

৯। “বালিকা-বিদ্যালয়” কোন সমাস ?

ক) চতুর্থী তৎপুরুষ

খ) ষষ্ঠী তৎপুরুষ

গ) সাধারণ কর্মধারয়

ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ ক) চতুর্থী তৎপুরুষ।

১০। কোন সমাসে উপমান ও উপমেয় পদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?

ক) মধ্যপদলোপী কর্মধারায়

খ) উপমান কর্মধারয়

গ) উপমিত কর্মধারয়

ঘ) রূপক কর্মধারয়

উত্তরঃ ঘ) রূপক কর্মধারয়।

১১। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?

ক) কৃদন্তপদ

খ) উপপদ

গ) সমস্তপদ

ঘ) পরপদ

উত্তরঃ খ) উপপদ।

১২। নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ নয়?

ক) যুগান্তর

খ) দেশান্তর

গ) গ্রামান্তর

ঘ) তেপান্তর

উত্তরঃ ঘ) তেপান্তর ।

১৩। প্র যে বচন = প্রবচন - কোন সমাস?

ক) তৎপুরুষ

খ) কর্মধারয়

গ) প্রাদি

ঘ) দ্বিগু

উত্তরঃ গ) প্রাদি।

১৪। নিচের কোনটি মধ্যপদলোপী সমাসের উদাহরণ?

ক) চন্দ্রমুখ

খ) বিষাদ সিন্ধু

গ) স্মৃতিসৌধ

ঘ) অরুণরাঙা

উত্তরঃ গ) স্মৃতিসৌধ।

১৫। ‘স্বর্গ-নরক’ কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস?

ক) বিপরীতার্থক

খ) মিলনার্থক

গ) বিরোধার্থক

ঘ) সমার্থক

উত্তরঃ গ) বিরোধার্থক।

১৬। নিচের কোনটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস?

ক) ঘরমুখো

খ) গায়ে হলুদ

গ) সেতার

ঘ) দশগজি

উত্তরঃ ক) ঘরমুখো।

১৭। কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) অরুণরাঙা

খ) মনমাঝি

গ) পুরুষসিংহ

ঘ) ক্রোধানল

উত্তরঃ ক) অরুণরাঙা।

১৮। বহুব্রীহি সমাস কয় প্রকার?

ক) পাঁচ

খ) ছয়

গ) সাত

ঘ) আট

উত্তরঃ ঘ) আট।

১৯। চৌচালা-কোন সমাসের উদাহরণ?

ক) দ্বিগু

খ) কর্মধারয়

গ) তৎপুরুষ

ঘ) বহুব্রীহি

উত্তরঃ ঘ) বহুব্রীহি।

২০। সমাস মূলত কয় প্রকার?

ক) ছয়

খ) পাঁচ

গ) চার

ঘ) তিন

উত্তরঃ গ) চার।

২১। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

ক) বিশেষ্য

খ) কৃদন্ত

গ) বিশেষণ

ঘ) সর্বনাম

উত্তরঃ ক) বিশেষ্য।



২২। কোনটি উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?

ক) উপমান কর্মদারয়

খ) মধ্যপদলোপী

গ) রূপক কর্মধারয়

ঘ উপমিত কর্মধারয়

উত্তরঃ গ) রূপক কর্মধারয়।

২৩। অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভূক্ত করেছেন?

ক) বহুব্রীহি

খ) কর্মধারয়

গ) তৎপুরুষ

ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ খ) কর্মধারয়।

২৪। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) অনুগমন

খ) সাহিত্যসভা

গ) পীতাম্বর

ঘ) রাতকানা

উত্তরঃ গ) পীতাম্বর।

২৫। নিচের কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ?

ক) খাঁচাছাড়া

খ) বিপদাপন্ন

গ) মুসাফিরখানা

ঘ) খেয়াঘাট

উত্তরঃ গ) মুসাফিরখানা।

২৬। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

ক) নাহক

খ) অনুধাবন

গ) বসতবাড়ি

ঘ) নরাধম

উত্তরঃ খ) অনুধাবন।

২৭। ‘হাসাহাসি’ কোন বহুব্রীহি সমাস?

ক) সমানাধিকরণ

খ) ব্যাধিকরণ

গ) ব্যতিহার

ঘ) প্রত্যয়ান্ত

উত্তরঃ গ) ব্যতিহার।

২৮। ‘বসতবাড়ি’ কোন ধরণের তৎপুরুষ সমাস?

ক) দ্বিতীয়া

খ) তৃতীয়া

গ) চতুর্থী

ঘ) পঞ্চমী

উত্তরঃ খ) তৃতীয়া।

২৯। উপমিত কর্মধারয় সমাস কোনটি?

ক) কদাচার

খ) মহারাজ

গ) মুখচন্দ্র

ঘ) মধুমাখা

উত্তরঃ গ) মুখচন্দ।

৩০। সমাস নিষ্পন্ন পদটির নাম কী?

ক) ব্যাসবাক্য

খ) বিগ্রহবাক্য

গ) সমস্যমান পদ

ঘ) সমস্তপদ

উত্তরঃ ঘ) সমস্তপদ।

৩১। ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?

ক) মিলনার্থে

খ) বিরোধার্থে

গ) সমার্থে

ঘ) বিপরীতার্থে

উত্তরঃ গ) সমার্থে

৩২। নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্দ্ব?

ক) অহি-নকুল

খ) জমা-খরচ

গ) মাসি-পিসি

ঘ) হাট-বাজার

উত্তরঃ খ) জমা-খরচ।

৩৩। কোনটি নিত্য সমাসের সমস্তপদ?

ক) দেশান্তর

খ) সেতার

গ) বেতার

ঘ) সহোদর

উত্তরঃ ক) দেশান্তর।

৩৪। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

ক) ব্যাধিকর

খ) সমানাধিকরণ

গ) প্রত্যয়ান্ত

ঘ) মধ্যপদলোপী

উত্তরঃ খ) সমানাধিকরণ।

৩৫। ‘চিরকাল ব্যাপিয়া সুখী-‘চিরসুখী’ এটি কোন সমাসের উদাহরণ?

ক) মধ্যপদলোপী কর্মধারয়

খ) রূপক কর্মধারয়

গ) দ্বিতীয়া তৎপুরুষ

ঘ) বহুব্রীহি

উত্তরঃ গ) দ্বিতীয়া তৎপুরুষ।

৩৬। উপনদী সমস্ত পদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) ক্ষুদ্র

খ) অভাব

গ) সামীপ্য

ঘ) সাদৃশ্য

উত্তরঃ ঘ) সাদৃশ্য।

৩৭। নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) তৎপুরুষ

খ) দ্বন্দ্ব

গ) অব্যয়ীভাব

ঘ) বহুব্রীহি

উত্তরঃ গ) অব্যয়ীভাব।

৩৮। নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) অপব্যয়

খ) বাগদত্তা

গ) দেশান্তর

ঘ) বনজ

উত্তরঃ গ) দেশান্তর। ৩৯। “মনগড়া” কোন সমাস?

ক) বহুব্রীহি

খ) কর্মধারয়

গ) তৎপুরুষ

ঘ) দ্বিগু

উত্তরঃ গ) তৎপুরুষ।

৪০। “তুষার শুভ্র”-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) তুষারের ন্যায় শ্রভ্র

খ) তুষার শুভ্রের ন্যায়

গ) তুষার ও শুভ্র

ঘ) শুভ্র যে তুষার

উত্তরঃ ক) তুষারের ন্যায় শ্রভ্র।

৪১। কোনটি দ্বন্দ্ব সমাস?

ক) বেতাল

খ) মাতা-পিতা

গ) রাতকানা

ঘ) অঘাট

উত্তরঃ খ) মাতা-পিতা।

৪২। ‘আশীবিষ’ কোন সমাস?

ক) সমানাধিকরণ বহুব্রীহি

খ) ব্যতিহার বহুব্রীহি

গ) নঞ্ বহুব্রীহি

ঘ) ব্যধিকরণ বহুব্রীহি

উত্তরঃ ঘ) ব্যধিকরণ বহুব্রীহি।

৪৩। সমাস কত প্রকার?

ক) সাত প্রকার

খ) ছয় প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) তিন প্রকার

উত্তরঃ খ) ছয় প্রকার।

৪৪। ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি

খ) প্রাদি

গ) অব্যয়ীভাব

ঘ) নিত্য সমাস

উত্তরঃ গ) অব্যয়ীভাব।

৪৫। কোনটি দ্বিগু সমাসের উদাহারণ?

ক) রাজপথ

খ) চারহাতি

গ) শতাব্দী

ঘ) চৌচালা

উত্তরঃ গ) শতাব্দী।

৪৬। ‘জাম-খরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) জমার খরচ খ) জমাকে খরচ

গ) জমা হতে খরচ

ঘ) জমা ও খরচ

উত্তরঃ ঘ) জমা ও খরচ।

৪৭। সমস্তপদকে ভেঙে যে বাক্যংশ করা হয় তার নাম কী?

ক) সরলবাক্য বা মিশ্রবাক্য

খ) মিশ্রবাক্য বা জটিল বাক্য

গ) সরলবাক্য বা জটিল বাক্য

ঘ) ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য

উত্তরঃ ঘ) ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।

৪৮। কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

ক) গৃহস্থ খ) ছা-পোষা

গ) উপকূল ঘ) প্রগতি

উত্তরঃ ঘ) প্রগতি।

৪৯। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

ক) অন্যপদ

খ) উভয় পদ

গ) পূর্বপদ

ঘ) পরপদ

উত্তরঃ ঘ) পরপদ।

৫০। কুদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?

ক) অলুক তৎপুরুষ

খ) উপপদ তৎপুরুষ

গ) কু-তৎপুরুষ

ঘ) নঞ্ তৎপুরুষ

উত্তরঃ খ) উপপদ তৎপুরুষ।

৫১। মহাকীর্তি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) মহান কীর্তি যার

খ) মহা যে কীর্তি

গ) মহতী যে কীর্তি

ঘ) মহান যে কীর্তি

উত্তরঃ গ) মহতী যে কীর্তি।

৫২। নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) প্রতিপক্ষ

খ) দর্শনমাত্র

গ) প্রতিবাদ

ঘ) সেতার

উত্তরঃ খ) দর্শনমাত্র।

৫৩। ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক) চন্দ্রের ন্যায় মুখ

খ) চন্দ্ররূপ মুখ

গ) মুখ চন্দ্রের ন্যায়

ঘ) মুখ ও চন্দ্র

উত্তরঃ গ) মুখ চন্দ্রের ন্যায়।

৫৪। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) কৃদন্ত

উত্তরঃ ক) বিশেষ্য।

৫৫। ‘জায়া’ শব্দটি বহুব্রীহি সমাসে কী হয়?

ক) দম

খ) জানি

গ) যুবতী

ঘ) পত্নী

উত্তরঃ খ) জানি।

৫৬। ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?

ক) সমানাধিকরণ

খ) ব্যাধিকরণ

গ) ব্যতিহার

ঘ) প্রত্যয়ান্ত

উত্তরঃ গ) ব্যতিহার।

৫৭। ‘অরুণরাঙা’ কোন সমাসে উদাহরণ?

ক) রূপক কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) বহুব্রীহি

ঘ) উপমান কর্মধারয়

উত্তরঃ ঘ) উপমান কর্মধারয়।

৫৮। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

ক) অমৃত্যু

খ) দর্শণমাত্র

গ) জীবনমৃত

ঘ) সফল

উত্তরঃ ক) অমৃত্যু।

৫৯। কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) কোলাকুলি

খ) ঊনপাঁজুরে

গ) হাতেখড়ি

ঘ) কথাসর্বস্ব

উত্তরঃ ঘ) কথাসর্বস্ব।

৬০। ‘স্মৃতিসৌধ’ কোন সমাস?

ক) মধ্যপদলোপী কর্মধারয়

খ) উপমান কর্মধারয়

গ) রূপক কর্মধারয়

ঘ) উপমিত কর্মধারয়

উত্তরঃ ক) মধ্যপদলোপী কর্মধারয়।

৬১। প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?

ক) প্রতিবাদ

খ) প্রত্যুত্তর

গ) প্রতিচ্ছবি

ঘ) প্রতিবম্ব

উত্তরঃ খ) প্রত্যুত্তর।

৬২। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?

ক) দুধে-ভাতে

খ) কাগজ-পত্র

গ) ভাই-বোন

ঘ) জমা-খরচ

উত্তরঃ খ) কাগজ-পত্র।

৬৩। ‘খাতা-পত্র’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

ক) মিলনার্থক

খ) সমার্থক

গ) বিপরীতার্থক

ঘ) বিরোধার্থক

উত্তরঃ খ) সমার্থক।

৬৪। ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?

ক) সপ্তমী

খ) পঞ্চমী

গ) উপপদ

ঘ) তৃতীয়া

উত্তরঃ ঘ) তৃতীয়া

৬৫। হাট-বাজার’ কোন সমাস?

ক) তৎপুরুষ

খ) কর্মধারয়

গ) বহুব্রীহি

ঘ) দ্বন্দ্ব

উত্তরঃ গ) বহুব্রীহি।

৬৬। সামীপ্য অর্থে কোনটি অব্যয়ীভাবে সমাস?

ক) উপকূল

খ) আগত

গ) গরমিল

ঘ) উপদ্বীপ

উত্তরঃ ক) উপকূল।

৬৭। ‘গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ’-এটি কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ

খ) বহুব্রীহি

গ) কর্মধারয়

ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ খ) বহুব্রীহি

৬৮। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?

ক) ব্যাধিকরণ বহুব্রীহি

খ) প্রত্যায়ান্ত বহুব্রীহি

গ) সমানাধিকরণ বহ্রব্রীহি

ঘ) ব্যতিহার বহুব্রীহি

উত্তরঃ ক) ব্যাধিকরণ বহুব্রীহি।

৬৯। কোনটি পরপদ প্রধান সমাস?

ক) কর্মধারয়

খ) অব্যয়ীভাব

গ) দ্বন্দ্ব

ঘ) বহুব্রীহি

উত্তরঃ ক) কর্মধারয়।

৭০। ‘রাজপথ’ কোন সমাস?

ক) উপপদ তৎপুরুষ

খ) ষষ্ঠী তৎপুরুষ

গ) চতুর্থী তৎপুরুষ

ঘ) তৃতীয়া তৎপুরুষ

উত্তরঃ খ) ষষ্ঠী তৎপুরুষ।

৭১। ‘বেতার’ কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি সমাস

খ) অব্যয়ীভাব সমাস

গ) তৎপুরুষ সমাস

ঘ) কর্মধারয় সমাস

উত্তরঃ ক) বহুব্রীহি সমাস।

৭২। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস?

ক) তুষারের ন্যায় শুভ্র

খ) পুরুষ সিংহের ন্যায়

গ) মনরূপ মাঝি

ঘ) অরুণের ন্যায় রাঙ্গা

উত্তরঃ খ) পুরুষ সিংহের ন্যায়।

৭৩। নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) মহাত্মা

খ) মহাকীর্তি

গ) মহানবি

ঘ) মহারাজ

উত্তরঃ ক) মহাত্মা।

৭৪। ‘গাছপাকা’ কোন সমাস?

ক) ৬ষ্ঠী তৎপুরুষ

খ) ৭মী তৎপুরুষ

গ) ৪র্থী তৎপুরুষ

ঘ) ৫মী তৎপুরুষ।

উত্তরঃ খ) ৭মী তৎপুরুষ।

৭৫। ‘ছাগদুগ্ধ’ এর ব্যাসবাক্য কোনটি?

ক) ছাগের দুগ্ধ

খ) ছাগ থেকে দুগ্ধ

গ) ছাগীর দুগ্ধ

ঘ) ছাগী হতে দুগ্ধ

উত্তরঃ গ) ছাগীর দুগ্ধ।

৭৬। “চৌচালা” সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ?

ক) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

খ) সংখ্যাবাচক বহুব্রীহি সমাস

গ) মধ্যপদলোপী বহুব্রীহি সমাস

ঘ) তৎপুরুষ সমাস

উত্তরঃ খ) সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।

৭৭। নিচের কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?

ক) গাছপাকা

খ) বিলাতফেরত

গ) দেবদত্ত

ঘ) ছাগদুগ্ধ

উত্তরঃ খ) বিলাতফেরত।

৭৮। কোনটি নিত্য সমাসের উদাহরণ?

ক) প্রগতি

খ) উদ্বেল

গ) পঙ্কজ

ঘ) গৃহান্তর

উত্তরঃ ঘ) গৃহান্তর।

৭৯। সমাসযুক্ত শব্দের পরবর্তী অংশকে কী বলা হয়?

ক) পূর্বপদ

খ) দক্ষিণপদ

গ) উত্তরপদ

ঘ) প্রধানপদ

উত্তরঃ গ) উত্তরপদ।

৮০। নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) সেতার

খ) দেশান্তর

গ) বেতার

ঘ) সহোদর

উত্তরঃ খ) দেশান্তর।

৮১। সমাস নিষ্পন্ন পদটির নাম কী?ৎ

ক) পূর্ব পদ

খ) সমস্যমান পদ

গ) কৃদস্তপদ

ঘ) সমস্ত পদ

উত্তরঃ ঘ) সমস্ত পদ।

৮২। ব্যাসবাক্যসহ সঠিক সমস্তপদ কোনটি ?

ক) সাহিত্যের জন্য সভা = সাহিত্যসভা

খ) অরুণ যেমন রাঙা তেমন = অরুণরাঙা

গ) মুখের ন্যায় চন্দ্র = মুখচন্দ্র

ঘ) সুন্দরী যে লতা = সুন্দরলতা

উত্তরঃ ঘ) সুন্দরী যে লতা = সুন্দরলতা।

৮৩। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) নীলকণ্ঠ

খ) ঊনপাঁজুরে

গ) সেতার

ঘ) অন্তরীপ

উত্তরঃ ঘ) অন্তরীপ।

৮৪। ‘পীতাম্বর, নীলকন্ঠ’ কোন ধরণের বহুব্রীহি সমাস?

ক) ব্যাধিকরণ

খ) ব্যতিহার

গ) সমানাধিকরণ

ঘ) প্রত্যয়ান্ত

উত্তরঃ গ) সমানাধিকরণ।


৮৫। কোনটি উপপদ তৎপুরুষ সমাস?

ক) হৃতসর্বস্ব

খ) জলদ

গ) চিরস্থায়ী

ঘ) সেতার

উত্তরঃ খ) জলদ।

৮৬। ‘আমরা’ কোন সমাসে উদাহরণ?

ক) দ্বিগু

খ) নিত্য

গ) দ্বন্দ্ব

ঘ) কর্মধারয়

উত্তরঃ খ) নিত্য।

৮৭। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?

ক) অলুক তৎপুরুষ

খ) উপপদ তৎপুরুষ

গ) নঞ্ তৎপুরুষ

ঘ) ষষ্ঠী তৎপুরুষ

উত্তরঃ খ) উপপদ তৎপুরুষ।

৮৮। ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?

ক) ২য়া তৎপুরুষ

খ) ৩য়া তৎপুরুষ

গ) ৫ম তৎপুরুষ

ঘ) ৬ষ্ঠী তৎপুরুষ

উত্তরঃ ক) ২য়া তৎপুরুষ।

৮৯। কর্মধারয় সমাস নয় কোনটি?

ক) কদাচার

খ) সহারাজ

গ) মুখচন্দ্র

ঘ) মধুমাখা

উত্তরঃ ঘ) মধুমাখা।

৯০। ‘প্রতিনিধি’ অর্থে অব্যয়ীভাব সমাসের সমন্তপদ কোনটি?

ক) প্রত্যুত্তর

খ) প্রতিচ্ছায়া

গ) প্রতিবাদ

ঘ) প্রতিপক্ষ

উত্তরঃ খ) প্রতিচ্ছায়া।

৯১। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?

ক) উপমান কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) রূপক কর্মধারয়

ঘ) মর্ধপদলোপী কর্মধারয়

উত্তরঃ ক) উপমান কর্মধারয়।

৯২। ‘বিদ্যাহীন’ শব্দটি কোন সমাসের সমস্তপদ?

ক) পঞ্চমী তৎপুরুষ

খ) সপ্তমী তৎপুরুষ

গ) তৃতীয়া তৎপুরুষ

ঘ) দ্বিতীয়া তৎপুরুষ

উত্তরঃ গ) তৃতীয়া তৎপুরুষ।

৯৩। কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

ক) গৃহস্থ

খ) প্রগতি

গ) ছা-পোষা

ঘ) উপকূল

উত্তরঃ খ) প্রগতি।

৯৪। ‘জনৈক’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) এক যে জন

খ) জন যে এক

গ) এক এবং জন

ঘ) এক জন পর্যন্ত

উত্তরঃ খ) জন যে এক।

৯৫। নিচের কোন সমস্তপদটি দ্বিগু সমাস?

ক) তেপায়া

খ) চৌচায়া

গ) তেপাথা

ঘ) চারহাতি

উত্তরঃ গ) তেপাথা।

৯৬। দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?

ক) কর্মধারয় সমাস

খ) বহুব্রীহি সমাস

গ) দ্বিগু সমাস

ঘ) তৎপুরুষ সমাস

উত্তরঃ খ) বহুব্রীহি সমাস।

৯৭। ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক) বিশ্লেষণ

খ) সংক্ষেপণ, মিলন ও একপদীকরণ

গ) সংযোজন

ঘ) সংশ্লেষণ

উত্তরঃ খ) সংক্ষেপণ, মিলন ও একপদীকরণ।

৯৮। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?

ক) সমস্যমান পদ

খ) ব্যাসবাক্য

গ) সমাসবাক্য

ঘ) সমস্তপদ

উত্তরঃ ক) সমস্যমান পদ।

৯৯। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) বৌ-ভাত

খ) মুখচন্দ্র

গ) মহানবী

ঘ) কাজলকালো/কুসুম।

উত্তরঃ ঘ) কাজলকালো/কুসুম।

১০০। কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?

ক) দ্বিগু সমাস

খ) অব্যয়ীভাব সমাস

গ) বহুব্রীহি সমাস

ঘ) কর্মধারয় সমাস

উত্তরঃ খ) অব্যয়ীভাব সমাস।

১০১। কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

ক) অলুক

খ) নিত্য

গ) প্রাদি

ঘ) উপপদ

উত্তরঃ ক) অলুক।

১০২। কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) কাজলের ন্যায় কালো

খ) কাজল ও কালো

গ) কাজল রূপ কালো

ঘ) কালো যে কাজল

উত্তরঃ ক) কাজলের ন্যায় কালো।

১০৩। ‘কানে কানে যে কথা-কানাকানি ও উদাহরণ কোন সমাসের?

ক) ব্যতিহার বহুব্রীহি

খ) অলুক বহুব্রীহি

গ) অব্যয়ীভাব

ঘ) সপ্তমী তৎপুরুষ

উত্তরঃ ক) ব্যতিহার বহুব্রীহি।

১০৪। কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ বহুব্রীহি সমাসের সমস্তপদ?

ক) দ্বিপ

খ) দীপ

গ) দ্বীপ/অন্তরীপ

ঘ) দিপ

উত্তরঃ গ) দ্বীপ/অন্তরীপ।

১০৫। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?

ক) সমানাধিকরণ বহুব্রীহি

খ) ব্যাধিকরণ বহুব্রীহি

গ) ব্যতিহার বহুব্রীহি

ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

উত্তরঃ খ) ব্যাধিকরণ বহুব্রীহি।

১০৬। বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান?

ক) পূর্বপদ

খ) অন্যপদ

গ) পরপদ

ঘ) উভয়পদ

উত্তরঃ গ) পরপদ।

১০৭। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) ঘনশ্যাম

খ) স্নেহনীড়

গ) কুসুমকোমল

ঘ) করপল্লব

উত্তরঃ ঘ) করপল্লব।

১০৮। যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?

ক) দ্বন্দ্ব সমাস

খ) কর্মধারয় সমাস

গ) তৎপুরুষ সমাস

ঘ) বহ্রব্রীহি সমাস

উত্তরঃ খ) কর্মধারয় সমাস ।

১০৯। “পদ্ম নাভিতে যার = পদ্মনাভ” এটি কোন সমাস?

ক) কর্মধারয়

খ) তৎপুরুষ

গ) বহুব্রীহি

ঘ) দ্বিগু

উত্তরঃ গ) বহুব্রীহি।

১১০। কোনটি ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস?

ক) আরক্তিম

খ) আগমন

গ) আজীবন

ঘ) আপাদমস্তক

উত্তরঃ ক) আরক্তিম।

১১১। ‘রূপক কর্মধারয়’ এর সমস্তপদ কোনটি?

ক) মহাপুরুষ

খ) ঘনশ্যাম

গ) বিষাদসিন্ধু

ঘ) তুষারশুভ্র

উত্তরঃ গ) বিষাদসিন্ধু।

১১২। খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?

ক) মাছিমারা

খ) সত্যবাদী

গ) পাদান

ঘ) নীরদ

উত্তরঃ ক) মাছিমারা।

১১৩। কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এ উভয় সমাসই হয়?

ক) পরিভ্রমণ

খ) প্রভাব

গ) অতিমানব

ঘ) উদ্বেল

উত্তরঃ ক) পরিভ্রমণ।

১১৪। ‘দা-কুমড়া’ কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক) বিপরীতার্থক দ্বন্দ্ব

খ) মিলনার্থক দ্বন্দ্ব

গ) বিরোধার্থক দ্বন্দ্ব

ঘ) সমার্থক দ্বন্দ্ব

উত্তরঃ গ) বিরোধার্থক দ্বন্দ্ব।

১১৫। “নীল যে পদ্ম = নীলপদ্ম” কোন সমাস?

ক) দ্বিগু সমাস

খ) প্রাদি সমাস

গ) বহুব্রীহি সমাস

ঘ) কর্মধারয় সমাস

উত্তরঃ খ) প্রাদি সমাস।

১১৬। ‘মেহেদীরাঙা’ এর সঠিক ব্যাসবাক্য কী?

ক) রাঙা যে মেহেদী

খ) মেহেদী ও রাঙা

গ) মেহেদী ও রাঙা

ঘ) মেহেদেী রূপ রাঙা

উত্তরঃ  ঘ) মেহেদেী রূপ রাঙা।

১১৭। পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কুৎ প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়?

ক) তৎপুরুষ

খ) উপপদ

গ) উপমিত

ঘ) উপমান

উত্তরঃ খ) উপপদ। ১১৮। কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) সিংহাসন

খ) মনমাঝি

গ) নরাধম

ঘ) অনল

উত্তরঃ খ) মনমাঝি।

১১৯। অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

ক) নির্ভাবনা

খ) উচ্ছৃঙ্খল

গ) অনুক্ষণ

ঘ) প্রতিপক্ষ

উত্তরঃ ক) নির্ভাবনা।

১২০। ‘বিষাদসিন্ধু’ সমস্ত পদটির ব্যাসবাক্য কোনটি?

ক) বিষাদ যেন সিন্ধু

খ) বিষাদ রূপ সিন্ধু

গ) বিষাদ যেমন সিন্ধু

ঘ) বিষাদময় সিন্ধু

উত্তরঃ খ) বিষাদ রূপ সিন্ধু ।

১২১। ‘যথাযোগ্য’ কী অর্থে শব্দটির অব্যয়ীভাব সমাস হয়েছে?

ক) অনতিক্রম্যতা

খ) বিরোধ

গ) সাদৃশ্য

ঘ) পশ্চাৎ

উত্তরঃ ক) অনতিক্রম্যতা

১২২। ‘বিপাদাপন্ন’ সমন্ত পদটি কোন সমাসের উদাহরণ?

ক) অলুক দ্বন্দ

খ) দ্বিতীয়া তৎপুরুষ

গ) তৃতীয়া তৎপুরুষ

ঘ) চতুর্থী তৎপুরুষ

উত্তরঃ খ) দ্বিতীয়া তৎপুরুষ।

১২৩। ‘বিশ্ববিখ্যাত’ সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে?

ক) মধ্যপদলোপী বহুব্রীহি

খ) সপ্তমী তৎপুরুষ

গ) চতুর্থী তৎপুরুষ

ঘ) উপমান কর্মধারয়

উত্তরঃ খ) সপ্তমী তৎপুরুষ।

১২৪। উপকারণবাচক বিশেষ্য পদ পূর্ববদে বসে কোন তৎপুরুষ সমাস হয়?

ক) ৩য়া

খ) ২য়া

গ) ৪র্থী

ঘ) ৫মী

উত্তরঃ ক) ৩য়া।

১২৫। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?

ক) রাজার রাজ্য

খ) বাটির দুধ

গ) দেশের লোক

ঘ) রোজার ছুটি

উত্তরঃ ঘ) রোজার ছুটি।

১২৬। কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?

ক) শ্রমলব্ধ

খ) জলমগ্ন

গ) ছাত্রবৃন্দ

ঘ) ঋণমুক্ত

উত্তরঃ ঘ) ঋণমুক্ত।

১২৭। ক্ষুদ্র অর্থ বোঝাতে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

ক) উপগ্রহ

খ) উপশহর

গ) উপবন

ঘ) উপনদী

উত্তরঃ ঘ) উপনদী।

১২৮। উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?

ক) পান্নাসবুজ

খ) কালস্রােত

গ) বীরসিংহ

ঘ) রক্তকমল

উত্তরঃ ক) পান্নাসবুজ।

১২৯। উপমান কর্মধারয় সমাস কোনটি?

ক) মুখচন্দ্র খ) ক্রোধানল

গ) ঘনশ্যাম/তুষারশুভ্র

ঘ) মনমাঝি

উত্তরঃগ) ঘনশ্যাম/তুষারশুভ্র।

১৩০। কোনটি নিত্য সমাস?

ক) তেপাস্তর

খ) উপশহর

গ) উপকূল

ঘ) গ্রামান্তর

উত্তরঃ ঘ) গ্রামান্তর।

১৩১। সমাসের রীতি কোন ভাষা হতে আগত?

ক) আরবি

খ) ফারসি

গ) সংস্কৃত

ঘ) ইংরেজি

উত্তরঃ গ) সংস্কৃত

১৩২। ‘রাজপথ’-এর ব্যাসবাক্য হবে-

ক) রাজার পথ

খ) রাজা নির্মিত পথ

গ) রাজদের পথ

ঘ) পথের রাজা

উত্তরঃ ঘ) পথের রাজা।

১৩৩। ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?

ক) চিরসুখী যে

খ) চিরদিনের সুখী

গ) চিরকাল ব্যাপিয়া সুখী

ঘ) চিরকালের সুখী

উত্তরঃ  গ) চিরকাল ব্যাপিয়া সুখী।

Duties of a student-Essay/Composition
Previus
পদাশ্রিত নির্দেশক (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম