শিল্প মন্ত্রণালয়ের ব্রয়লার পরিদর্শক, বিগত বছরের প্রশ্ন-2018


শিল্প মন্ত্রণালয়ের ব্রয়লার পরিদর্শক

[প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করুন]


বাংলা,   মান :৫০, বিষয় কোড :১০১

১. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন :
ক, বাংলাদেশের পানি ব্যবস্থাপনা : স্বরূপ ও সমাধান।
খ. চরিত্র গঠনে নীতি, নৈতিকতা ও শিষ্টাচার
গ. অর্থনৈতিক উন্নয়নে আত্মকর্মসংস্থান
ঘ. বাংলাদেশের পর্যটন শিল্প।
ঙ. পহেলা বৈশাখ : একটি অসাম্প্রদায়িক উৎসব
২. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন :
ক. সমাস কাকে বলে? উদাহরণসহ কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ উপস্থাপন করুন।
খ. সমোচ্চারিত ও প্রায় সমোচ্চারিত শব্দজোড়ের অর্থ নির্ণয় করুন :
গ. উপসর্গ কাকে বলে? ‘নি’ অথবা ‘স' উপসর্গ দিয়ে চারটি শব্দ গঠন করে দেখান।
ঘ. মুখ' শব্দটির ভিন্নার্থ ব্যবহার করে পাঁচটি বাক্য রচনা করুন।
ঙ. অর্থ নির্ণয় করে বাগধারা দিয়ে বাক্য রচনা করুন :
৩. ক. মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি গ্রন্থের তালিকাসহ তা প্রেরণের অনুরোধ জানিয়ে প্রকাশনা সংস্থার প্রধানের নিকট একটি পত্র লিখুন।
অথবা,
খ. উপযুক্ত কারণ উল্লেখ করে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লিখুন।।
৪. সারমর্ম লিখুন :
তোমারি ক্রোড়েতে মোর পিতামহগণ
নিদ্রিত আছেন সুখে জীবলীলা শেষে;
তাদের শোণিত, অস্থি সকলি এখন
তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে।
তোমার ধূলিতে গড়া এ দেহ আমার ।
তোমার ধূলিতে কালে মিলাবে আবার।
৫. বাংলায় অনুবাদ করুন :
Books are men's best companions in life. You may have good friends, but you cannot get them when you need. But books are always ready to be by your side. Some books may make you laugh; some may give you pleasure and some knowledge. They are your friends through your life.

ENGLISH

Marks : 50 • Subject Code: 102

1. Write an essay on any one of the following topics using the hints given:

a. The Observance of Victory Day:

b. Your Idea of a Gentleman : 

2. Write a letter to your younger sister advising her to devote more time to her studies than to her mobile phone.

or
Write a letter to the Editor of a newspaper about the scarcity of drinking water of your locality.

3. Read the passage carefully and answer the questions that follow:

Students are the future hope and strength of the country. Much depends upon how they spend their time and energy now. They have, in the first place, to acquire knowledge, experience and wisdom. Secondly, they have to look around and study the conditions of the people, their habits and customs and see in what directions reforms are necessary. They are often compared to buds and before the buds are fully bloomed, they should not enter into active politics. They should not play into the hands of politicians who utilize them for their own ends.

Questions :

a. Who are the future hope and strength of the country?
b. What have they to do at first?
c. What should they do secondly?
d. What are they often compared to?
e. Why should they not play into the hands of politicians?
4. Frame meaningful sentences with the following phrases idioms (any five) :
a. Lay by-
b. Of one's own accord—
c. Carry on-
d. Make over-
e. Run short-
f. Black sheep-
g. In the long run-

5. Fill in the gaps with appropriate prepositions (any five):
a. The girl looks — her old mother.
b. I could not agree — his proposal.
c. Razzak has gone to the railway station to see - his friend
d. The man was disguised- a merchant's attire.
e. His house is adjacent -a mosque.
f. We will sit - the examination next month.
g. Look - the word in the dictionary.
6. Correct the following sentences (any five):
a. Rahim insists me to go there.
b. Stop to write.
c. Never speak a lie.
d. If I had the wing of a bird, I can fly.
e. He comes from a respectable family.
f. I emphasized on the point.
g. I know who are you?

সাধারণ জ্ঞান

মান : ৪০ + বিষয় কোড : ১০৪

ক. বাংলাদেশ বিষয়াবলি;
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন)                       ৩ x ৫ = ১৫
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত হবেন? বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন?
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য। প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম কী? এ যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন নারীকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়েছিল?
৩. বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার জন্য কয়টি মানদণ্ড (Criteria) পূরণ করতে হয়েছে? মানদণ্ডগুলো কী কী?
৪. বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী? এ আদালতের কয়টি বিভাগ রয়েছে এবং কী কী?
৫. বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোন মন্ত্রণালয়ের/বিভাগের আওতাভুক্ত? বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট কত জনকে শিল্পকলা পদক-২০১৭ প্রদান করা হয়েছে? লোকসংস্কৃতিতে কে এ পদক পাওয়ার গৌরব অর্জন করেছেন?
৬. সাইক্লোন বা ঘূর্ণিঝড় শব্দটি এসেছে কোন ভাষা থেকে? কোন কাল্পনিক ভৌগোলিক রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ‘বারো আউলিয়ার দেশ বলা হয় কোন স্থানকে?
৭. বাংলাদেশের প্রথম কৃত্রিম ভূ-উপগ্রহের নাম কী? এ কৃত্রিম | ভূ-উপগ্রহটি কী ধরনের উপগ্রহ? এ উপগ্রহের
(Manufacturer) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী?

আন্তর্জাতিক বিষয়াবলিমান : ১৫
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন) ৩ x৫ = ১৫
৮. বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ প্রদান করেছিলেন? জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলোর নাম লিখুন।
৯. আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত? ‘অরবিস' কী?
১০. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? 'I have a dream' শীর্ষক বিখ্যাত ভাষণ প্রদান করেন কে? কোন মার্কিন প্রেসিডেন্ট কখনও ‘হােয়াইট হাউজে’ বসবাস করেননি?
১১. ‘অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৮' কোথায় অনুষ্ঠিত হয়েছে? এ উৎসবের সেরা চলচ্চিত্রের নাম কী? সেরা
পরিচালক কে হয়েছেন?
১২. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কী? এ দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? তার বয়স কত বছর? ১৩, ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? মোট কয়টি দল এ খেলায় অংশগ্রহণ করেছে? এ যাবৎ কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে?
১৪. পূর্ণরূপ লিখুন :
ক. IDA খ. UNHCR গ. IFC
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন) ২x৫ = ১০
১৫. আধুনিক কম্পিউটারের জনক কে? বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতার নাম কী?
১৬. তরল পদার্থ মাপার একক কী? পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
১৭. কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়? কোন শক্তির কারণে কৃত্রিম উপগ্রহ ঘুরতে থাকে?
১৮. অপটিক্যাল ফাইবার কী? পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কোন পদার্থ ব্যবহৃত হয়?
১৯. রক্তের গ্রুপ কয়টি ও কী কী?
২০. ETP-এর পূর্ণরূপ লিখুন।
২১. গাছের রং সবুজ হয় কেন? ধানের পরাগায়ণ হয় কীভাবে?

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ২০১৮, নিয়োগ পরীক্ষার প্রশ্ন
Previus
তথ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন - 20-12-2018
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম