যুব ও ক্রীড়া মন্ত্রণাল হিসাবরক্ষণ কর্মকর্তানিয়োগ প্রশ্ন- ২০১৮। Gazi Online School


যুব ও ক্রীড়া মন্ত্রণাল হিসাবরক্ষণ কর্মকর্তা 2018

পরীক্ষার তারিখ : ১৬.০৯.২০১৮;
[প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করুন]


(বাংলা,  মান : ৫০, বিষয় কোড :১০১)

১. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন : 
ক. বেঁচে থাকি বাংলা ভাষায়
খ. জাতীয় উন্নয়নে তথ্য-প্রযুক্তি
গ. অসাম্প্রদায়িক চেতনা
ঘ. বাংলাদেশের উৎসব
ঙ, পরিবেশ সংরক্ষণে বনায়ন।
২. ক. অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থপাঠের অনুভূতির কথা জানিয়ে প্রবাসী বন্ধুর উদ্দেশ্যে একটি পত্র রচনা করুন।
অথবা,
খ. বাংলাদেশের নদ-নদী সুরক্ষায় সকলের করণীয় বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী পত্র রচনা করুন।
৩. বাংলায় অনুবাদ করুন :
We live in society. So we must learn to live in peace and amity with others. We have to respect others life and property. We have a lot of duties and responsibilities to the society.
৪. সারাংশ লিখুন:
হায় হায় জন্মিয়া যদি না ফুটাল
একটা কুসুম কলি নয়ন কিরণে,
একটি জীবন ব্যথা যদি না জুড়ালে,
বকুভরা প্রেম ঢেলে, বিফল জীবনে,
আপনার রাখিবে ব্যর্থ জীবন সাধনা,
জনম বিশ্বের তরে, পরার্থে কামনা।
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন :                                                     ৫x৩ = ১৫
ক. সাধু ও চলিত ভাষার দূষণকে কেন গুরুচণ্ডালী দোষ বলে অভিহিত করা হয়? উদাহরণসহ তা ব্যাখ্যা করুন।
খ. সন্ধি ও সমাসের পাঁচটি পার্থক্য লিখুন।
গ. উসগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে উদাহরণসহ শ্রেণি বিভাজন করুন।।
ঘ. উপসর্গের অর্থদ্যোতকতার মাহাত্ম ব্যাখ্যা করুন।
ঙ. হাত’ অথবা পৃথিবী’ শব্দের পাঁচটি করে সমার্থক শব্দ লিখুন।

ENGLISH

Marks : 50 , Subject Code : 102

1. Write an essay on any one of the following:
a. Solar Energy
b. My Visit to a Book Fair
2. Answer anyone of the following: 
a. Write a letter of condolence to your friend who has recently lost his father.
Or,
b. Write a letter to your bank manager requesting a bank statement for your savings account.
3. Read the passage carefully and answer the questions that follow :
Why must people learn to read and write? The reason is this that written words carry ideas and knowledge which are the basis of all progress. You must have heard of the period of history called the Medieval Age in Europe. In those times very few people could read and write. In fact, there were few books and they were costly too, because all of them had to be written up by hand. The result was that for hundreds of years people lived in ignorance. Then printing was invented and cheap books began to reach people. Thus the dark Medieval Age came to an end.
Questions : 
a. Why should people learn to read and write?
b. When were very few people in Europe able to read and write?
c. Why were books very costly in the Medieval Age?
d. What happened when printing was invented?
e. How did the dark Medieval Age come to an end?
4. Make sentences with any five of the following:
a. All the year round —
b. By the way,--
c. Out of date —
d. Make fun of- 
e. Loud and clear —
f. Give up--
Close down—
5. Fill in the blanks with appropriate prepositions (any five):
Don't be afraid to admit — your mistakes.
She bought the book — Taka 100.
I prohibited him — going there.
Render the passage — English.
Fortune smiled —him.
She will succeed — life.
His doctor referred him— a specialist.
6. Correct the following sentence (any five):
The quality of the mangoes are good.
She replied that she feels better.
Today's climate is very hot.
The fog was gradually dispersed.
We flew directly to Delhi.
Tell me how are you.
It is I who is responsible.
( সাধারণ জ্ঞান ও মান : ৪০০
বিষয় কোড : ১০৪ )
ক. বাংলাদেশ বিষয়াবলি
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।                                                                       ৫x৩ = ১৫
১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ০৯ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
২. ভিশন ২০২১ বলতে কী বুঝায়? সংক্ষেপে লিখুন।
৩. বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি? এটি কিসের  জন্য বিখ্যাত?
৪. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী ও পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন ছিলেন?
৫. গ্রিনহাউজ ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হতে পারে? বাংলাদেশের কোন অঞ্চল প্রথমে ক্ষতিগ্রস্ত হবে?
৬. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ৭ জনের নাম লিখুন।
৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

খ. আন্তর্জাতিক বিষয়াবলি

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।)                                                                      ৫x৩ = ১৫
৮. ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কার্টাগোনা প্রটোকল কী?
৯. CAP-এর চেয়ারপারসন বর্তমানে কে? তিনি কোন দেশের মাননীয় স্পিকার?
১০. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দিয়েছে? ভাষার জন্য রক্ত দিয়েছে কোন জাতি?
১১. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? কফি আনান জাতিসংঘের কততম মহাসচিব?
১২. আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice) কোথায় অবস্থিত? CPA এর সদর দপ্তর কোথায়? |
১৩. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? বান্দুং কোথায় অবস্থিত?
১৪. SAARC কী? এর সদস্য রাষ্ট্রসমূহের নাম লিখুন।

গ. বিজ্ঞান ও প্রযুক্তি

(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।)                                                                    ৫ x ২ = ১০
১৫. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
১৬. ইনসুলিন কী? পাকস্থলীতে যে এসিড হয় এটির নাম কী?
১৭. কম্পিউটারের বুদ্ধি বিবেচনা আছে কি? কম্পিউটার ভাইরাস কী?
১৮. ইন্টারনেট কাকে বলে? একটি ওয়েব ব্রাউজার এর নাম লিখুন।
১৯. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? লেবুতে কোন ভিটামিন থাকে?
২০. টেলিফোন কে আকিষ্কার করেন? ফেসবুক এর প্রতিষ্ঠাতা কে?
২১. ক্রোমোজম কী? এনজিওপ্লাস্টি কী?

Suffixes and Prefixes- SSC Board Question analysis with answer - Gazi Online School
Previus
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ প্রশ্ন, ২০১৮। Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম