মিতব্যয়ী - অনুচ্ছেদ - Gazi Online School


মিতব্যয়ী

দেশের জন্য, সমাজের জন্য এবং ব্যক্তির জন্য মিতব্যয়ী খুবই প্রয়োজন। অর্থ ও সম্পদের যথাযথ ব্যবহার করাকেই মিতব্যয়িতা বলে। মিতব্যয়িতা একটি মহৎ গুণ। এটি এমন একটি গুণ যার অনেক উপকারিতা আছে।

এটি দূরদৃষ্টির ওপর নির্ভরশীল। মিতব্যয়িতা আমাদের  শিক্ষা দেয় যে কোনো জিনিসের যথাযথ এবং সতর্ক ব্যবহার। মিতব্যয়ীরা হাসি, আনন্দ উপভোগ করে এবং অর্থনৈতিক সমস্যায় পড়ে না। একজন মিতব্যয়ী সর্বদা তার আয় অনুযায়ী ব্যয় করে। সে সর্বদা অপব্যবহার করে না। সে কখনো ঋণে জড়ায় না। সে কখনো বেহিসাবী খরচ করে না। সে অপরের প্রয়োজনেও সাহায্য করতে পারে। মিতব্যয়ী ব্যক্তিরা পার্থিব সুখ লাভ করে এবং অন্যরা তাকে সম্মান করে। এককথায় মিতব্যয়িতাই সুখের চাবি। আমাদের সকলের উচিত মিতব্যয়ী হবার চেষ্টা করা। 

ক্ষমতার মোহ - অনুচ্ছেদ - Gazi Online School
Previus
যমুনা সেতু - অনুচ্ছেদ - Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম