মশার উপদ্রব নিবারণের জন্য সংবাদপত্রে পত্র 


মশার উপদ্রব নিবারণের জন্য সংবাদপত্রে পত্র

বরাবর সম্পাদক ‘দৈনিক যুগান্তর’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতজ্ঞ থাকিব। নিবেদক গাজী শরীফ

মশার উপদ্রবে জনবীবন অতিষ্ঠ

বন্দরনগরী নারায়নগঞ্জের রসুলপুর একটি জনবহুল এলাকা। প্রায় দুই লাখ মানুষের বসবাস এই এলাকায় । এলাকার জরাজীর্ণ রাস্তাগুলোর মোড়ের নোংরা অবৈধ ডাস্টবিন ও খোলা ড্রেনে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে মশা। এসব জন্ম নেওয়া মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনরাত সব সময়ই মশার উপদ্রব। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে মশার আক্রমণ শুরু হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয় শত শত লোক। তাছাড়া বাড়তি জনসংখ্যার চাপে শহরের অন্যান্য এলাকার মতো এখানেও রয়েছে নানাবিধ স্বাস্থ্য সমস্যা। ইতোমধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের দুজনে মৃত্যুবরণ করায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। আর এ মশা যেহেতু দিনেও কামড়ায়, তাই এলাকাবাসীকে দিনের বেলায়ও মশারির ভেতরে এক প্রকার বন্দি থাকতে হচ্ছে। কে, কখন এডিস মশার আক্রমণের শিকার হয় এ উৎকন্ঠা সকলের মধ্যে সর্বদা বিরাজ করছে। বেশ কয়েকদিন যাবৎ মশক নিধন অভিযান শুরু হবার কথা শোনা গেলেও এখন পর্যন্ত তার কোনো নমুনাই দেখা যায়নি। এমতাবস্থায়, মশক নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জনজীবনে স্বস্থি ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। নিবেদক গাজী শরীফ নারায়নগঞ্জ।

E-mail to your friend to share your joys after watching a cricket match
Previus
‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ জনসচেতনতা বৃদ্ধিকল্পে সংবাদপত্রে পত্র 
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম