ভাবসম্প্রসারণ “শিক্ষাই জাতির মেরুদন্ড।”


শিক্ষাই জাতির মেরুদন্ড

মূলভাব: মেরুদন্ড যেমন মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ  অঙ্গ তেমনি একটি জাতির উন্নতির জন্য শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

সম্প্রসারিত ভাব: মেরুদন্ড হলো শিরদাঁড়া। মেরুদন্ড শরীরকে সোজা রাখে। মানুষ যদি মেরুদন্ড ছাড়া হতো তবে চলাফেরা করা তো দূরের কথা, সোজা হয়ে দাঁড়ানোই অসম্ভব হতো। তখন তাকে হামাগুড়ি দিয়ে পশুর মতো চলতে হতো, না হয় জড় পদার্থের মতো পড়ে থাকতে হতো। এ অবস্থায় তার পক্ষে বেঁচে থাকার কোনো গুরুত্বই থাকত না। তেমনিভাবে আমাদের ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মেরুদন্ড ছাড়া মানুষকে যেমন মানুষ হিসেবে কল্পনা করা যায় না, শিক্ষা ছাড়াও কোন জাতিকে সভ্য জাতি হিসেবে কল্পনা করা যায় না। যে কোন সভ্য জাতির মেরুদন্ড হলো শিক্ষা। কোন জাতির উন্নতি ও সফলতা নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। যেখানে শিক্ষা নেই, সেখানে জন্ম নেয় যাবতীয় কুসংস্কার এবং সেখানে জীবনের কোনো অগ্রগতি হয় না। জাতীয় অগ্রগতি হয়ে পড়ে পঙ্গু ও স্থবির। মন্তব্য: কোনো জাতিকে জাতি হিসেবে টিকে থাকতে হলে প্রয়োজন শিক্ষার । শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতির আশা করা যায় না। 

ভাবসম্প্রসারণ “নাম মানুষকে বড় করে না, মানুষই নাম কে বড় করে তোলে।”
Previus
ভাবসম্প্রসারণ “নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশি ভাষা পুরে কি আশা?”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম