ভাবসম্প্রসারণ “মুকুট পড়া শক্ত; কি›তু মুকুট ত্যাগ আরও কঠিন।”


মুকুট পড়া শক্ত; কি›তু মুকুট ত্যাগ আরও কঠিন।

মূলভাব: ক্ষমতা অর্জন করা কঠিন। কিন্তু ক্ষমতা থেকে সরে দাঁড়ানো আরো কঠিন। সম্প্রসারিত ভাব: রাজমুকুট ক্ষমতা ও দায়িত্বের প্রতীক। মুকুট পরা অর্থাৎ কোনো জাতি বা সমাজের কর্ণধার হওয়া সহজ ব্যাপার নয়। বিশেষ ক্ষমতার অধিকারী না হলে কেউ ক্ষমতার শীর্ষে আরোহণ করতে পারে না। কঠোর সাধনা ও পরিশ্রমের মাধ্যমে সর্বসাধারণের আস্থাভাজন হতে পারলেই জাতি ও সমাজের নেতৃত্ব দেওয়া স¤ভব হতে পারে। পৃথিবীর ইতিহাসে দেখা যায়, যারা ক্ষমতায় এসেছিলেন, তার জন্য তাদের বহু সাধনা শক্তি ও সামর্থ্যওে প্রয়োজন হয়েছে। তারপর দেখা যায়, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকে কতগুলো দায়িত্ব ও কর্তব্যে জড়েয়ে পড়ে। সেসব কর্তব্য শেষ না করা পর্যন্ত ক্ষমতা থেকে সরে যাওয়া অগৌরবের । প্রকৃত রাজার কাছে রাজমুকুট এক বিশাল দায়িত্ব। অজস্র ঐশ্বর্যের মাঝেও তাকে বিলাসবিমুখ জীবনযাপন করতে হয়। প্রজা সাধারণের সুখ দুঃখ নিয়েই তাকে সদা সর্বদা ব্যস্ত থাকতে হয়। বহিঃশক্রুর আক্রমণ প্রতিরোধ, রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীরতা রক্ষা, প্রজাপালন ইত্যাদি দায়িত্ব থেকে অব্যহতি পাওয়া তার জন্য কঠিন হয়ে দাড়াঁয়। যেমনটি ইংরেজিতে বল হয়ে থাকে-To earn money is hard, to save money is harder and to utilize money is hardest. এ দৃষ্টিকোণ থেকে রাজমুকুট পরা কঠিন দায়িত্ব। আবার মানুষ একবার ক্ষমতায় আসলে পারলে তার নেশায় সে মত্ত হয়ে উঠে। এ ক্ষমতার গৌরব থেকে সে কিছুতেই সরে যেতে চায় না। তখন সে জীবনকে উৎসর্গ করে এমনকি অন্যায়ভাবে হলেও ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করে। কাজেই মুকুট পরা যেমন শক্ত তেমনি মুকুট পরিত্যাগ করা আরও কঠিন। মন্তব্য: ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া নিঃসন্দেহে কঠিন ব্যাপার, কিন্তু তার চেয়েও কঠিন ক্ষমতা ত্যাগ করা। কারণ ক্ষমতার গেলে মানুষের দায়িত্ব-কর্তব্য বেড়ে যায়, তা ছাড়া ক্ষমাতার মোহর ক্ষমতা ছাড়তে বাধা দেয়।

ভাবসম্প্রসারণ “জ্ঞানহীন মানুষ পশূর সমান।”
Previus
ভাবসম্প্রসারণ “তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম