ভাবসম্প্রসারণ “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।”


ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।

মূলভাব: আজকের শিশুরাই আগামী স্বর্ণ সম্ভাবনাময় দিনের কর্ণধার। তারাই হবে দেশ ও জাতির পথদর্শক। সম্প্রসারিত ভাব: সমগ্র জাতিসত্তার ধারক ও বহক হচ্ছে বর্তমানের শিশু। আজকের শিশুরাই শতদলের মতো বিকশিত হয়ে জাতিকে দিকনির্দেশনা দেবে-দেশকে করে তুলবে গরীয়ান মহীয়ান। শিশুর মধ্যে নিহিত থাকে অফুরান সম্ভাবনাময় প্রতিশ্রুতি। বীজের মধ্যে যেমন ফসলের সম্ভাবনা তেমনি শিশুর মধ্যে রয়েছে দেশ মাতৃকার উন্নতি,সমৃদ্ধি ও প্রগতির সম্ভাবনা। একটি শিশু একটি জাতির উৎকৃষ্ট বীজ। তাই শিশুকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে দরকার উপযুক্ত শিক্ষা ও পরিবেশ। প্রতিটি শিশুকে যথার্থভাবে গড়ে তুলতে জাতিকে অবশ্যই যত্নবান হতে হবে। আমাদের দেশে বহু শিশু অনাদর ও অবহেলায় বেঁচে থেকেও মানবেতর জীবনযাপন করছে। শিশুদেরকে এ রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। তবেই জাতি হবে সার্থক। দেশ পাবে যথার্থ সন্তান। মন্তব্য: আজকের শিশুরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তাই প্রতিটি শিশুকে উপযুক্ত ভাবে গড়ে তোলা জাতির নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

ভাবসম্প্রসারণ “যার তুমি নিচে ফেল, সে তোমারে বাঁধিছে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।”
Previus
ভাবসম্প্রসারণ “ইচ্ছা থাকলে উপায় হয়।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম