ভাবসম্প্রসারণ “কত বড় আমি, কহে নকল হীরাটি তাইত সন্দেহ করি নহ ঠিক খাঁটি।”


কত বড় আমি,কহে নকল হীরাটি তাইত সন্দেহ করি নহ ঠিক খাঁটি।

মূলভাব: পৃথিবীর জ্ঞানী ও গুনী ব্যক্তিগণ তাদের গৌরবোজ্জ্বল কীর্তির ব্যপ্তি প্রচার করে বেড়ায় না। গুণ হীনরাই নিজেদের বড় বলে ঢাকঢোল পিটিয়ে বেড়ায়। সম্প্রসারিত ভাব: মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় তার কর্মে, প্রচারে নয়। মহৎ ব্যাক্তিদের কর্মের জয়গান করে অন্যরা , নিজেরা নয়। যে নিজেকে বড় মনে করে এবং গৌরব বৃদ্ধির জন্য নিজের গুণকীর্তন করে বেড়ায় সে প্রকৃতই গুণহীন। আন্তঃসার শূন্য মানুষই কেবল অন্যের কাছে মিথ্যা বলে বাহাদুরি করে বেড়ায়। নিজের প্রশংসা জোটে না বলে নিজেই নিজের অহমিকায় মেতে উঠে। আত্মপ্রচারে মেতে থাকাই তাদের বৈশিষ্ট। নিজে যা নয় তা বাড়িয়ে বলা মিথ্যা ও নামান্তর। জনসমক্ষে তার প্রচারিতব্য বড় বড় মিথ্যা বুলির জন্য সে সমাদৃত না হয়ে বরং ধিকৃত ও নিন্দিত হয়। তাকে একটা শূন্য কলসের সাথে তুলনা করা চলে। কথায় বলে, ‘শূন্য কলস বাঁজে বেশি’। পক্ষান্তরে, আত্মপ্রচারবিমুখ গুণী ব্যক্তি সমাজে খাঁটি হীরার মতো জ্বলজ্বল করে জ্বলে। তাঁর আলোকে সকলে আলোকিত হয়, তাঁর সৌরভে সৌরভিত হয় চারদিকে। তাঁকে সকলেই শ্রদ্ধা ও সম্মান করে। তিনি কথনো নিজের গুণকীর্তনে বিভোর থাকেন না; বরং নিজেকে অতি ক্ষুদ্র বলে মনে করেন। জগদ্বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলতেন, “আমি যে কিছুই জানি না,এই শুধু জানি”। বিজ্ঞানী নিউটন বলতেন, “আমি জ্ঞান সমুদ্রের বালুকাতটে বালুকণা খুঁটছি মাত্র।” আর এজন্যই কবি বলেছেন, “ নিজে যারে বড় বলে বড় সে নই, লোকে যারে বড় বলে বড় সে হয়,।” অতএব, যারা নিজের গুণকীর্তন করে বেড়ায় বুঝতে হবে তারা প্রকৃত গুণী নয়:তারা হচ্ছে আত্মপ্রচারক,শঠ। তাদের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। মন্তব্য: মহৎ ব্যক্তির প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে উঠে, সবাই তাদের শ্রদ্ধা ও ভক্তি করে। পক্ষান্তরে, অকর্মণ্য লোকেরাই ব্যর্থ আত্মা - অহমিকা প্রচারে লিপ্ত হয়।

ভাবসম্প্রসারণ “প্রাণ থাকলে প্রণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না।”
Previus
ভাবসম্প্রসারণ “যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম