ভাবসম্প্রসারণ "যে একা সে-ই সামান্য, যাহার ঐক্য নাই সে-ই তুচ্ছ।"


যে একা সে-ই সামান্য, যাহার ঐক্য নাই সে-ই তুচ্ছ।

মূলভাব: মানুষ কখনো একা চলতে পারে না। আর যখন সে একা তখন সে নিঃসন্দেহে অসহায়। ঐক্যবদ্ধ জীবন প্রবাহ থেকে বিচ্ছিন্ন বলে সে শক্তিতে সামান্য। জীবনে সংগ্রামে জয়ী হতে হলে মানুষে মানুষে ঐক্যের প্রয়োজনীয়তা অপরিসীম। সম্প্রসারিত ভাব: আদিম যুগের মানুষ পারস্পর বিচ্ছিন্ন হয়ে গুহায় বসবাস করত। সে কারণে তারা নানা প্রতিকুলতা মোকাবেলা করতে ব্যর্থ হতো। একসময় তারা বুঝতে পারে, সমাজবদ্ধ ও দলবদ্ধ মানুষের শক্তি অনেক বেশি। পরে তারা নিরাপত্তার প্রশ্নে ও প্রয়োজনের তাদিদে গড়ে তোলে সমাজ। একটি কঞ্চিকে সহজে ভাঙা গেলেও দশটি কঞ্চি একত্র করে তাকে ভাঙা যায় না। একতার শক্তি অপরিসীম । কিন্তু বিশাল এ পৃথিবীতে একজন একাকী মানুষ গতি সামান্য ব্যক্তি মাত্র। তার শাক্তি-সামর্থ্য খুবই নগন্য। বিপদ তাকে হানা দেয় পদে পদে। ব্যপকভাবে চিন্তা করলে বলা যায়, কোনো দেশের অধিবাসীদের মধ্যে একতার বা ঐক্যের অভাব থাকলে যে কোনো সময় চরম সর্বনাশ ঘটে যেতে পারে। দেশবাসী ও সৈন্য-সেনাপতিদের মধ্যে অনৈক্যের জন্যই নবাব সিরাজউদ্দৌলা পরাজিত ও নিহত হন। গোলামির শৃঙ্খলে আবদ্ধ হয় সমগ্র ভারতবর্ষ। কিন্তু ঐক্যবদ্ধ জাতির ললাটে পরাধীনতার কলঙ্ক চিহ্ন কেউ এঁকে দিতে পারে না। ঐক্যবদ্ধ শক্তির দাপটে অন্যায় ও অসত্য অনায়াসে দূরীভূত হয়। তুচ্ছ প্রণীও ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান । ক্ষুদ্র কীট মৌমাছি, উইপোকা প্রভূতির দলবদ্ধ হয়ে বসবাস করে এবং শত্রুর আক্রমণ পতিহত করতে একত্রে ঝাপিয়ে পড়ে। একতা সম্পর্কে হাদিস শরিফে রয়েছে - “তোমরা বিচ্ছিন্ন হইও না। একতাবদ্ধ হয়ে থাক। ” অনৈক্য বা একতাহীনতা সকল বিড়ম্বনার মূল উৎস। তাই ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের উন্নতি ও সমৃদ্ধিকল্পে প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করা উচিত। মন্তব্য: অনৈক্যের মাঝে সমাজবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠে । কথিত আছে, Unity is strength তাই ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কল্যাণের জন্য বৃহত্তম ঐক্য একান্ত প্রয়োজন।

ভাবসম্প্রসারণ “সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাশিয়।”
Previus
ভাবসম্প্রসারণ “পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম