বাক্য প্রকরণ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


বাক্য প্রকরণ

১। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কী?

ক) যোগ্যতা

খ) আসত্তি

গ) আকাঙ্খা

ঘ) পূর্ণতা

উত্তরঃ ক) যোগ্যতা

২। ‘ছিঃ তোমর এই কাজ!’ এই বাক্যে কোন ধরণের অনুভুতির প্রকাশ ঘটেছে?

ক) বিস্ময়

খ) ধিকার

গ) লজ্জা

ঘ) ঘৃণা

উত্তরঃ খ) ধিকার

৩। “আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো।”-- বাক্যটিতে কী দোষ দেখা যায়?

ক) দুর্বোধ্যতা

খ) উপমার ভুল প্রয়োগ

গ) গুরুচন্ডালী

ঘ) আকাক্সক্ষার ভুল প্রয়োগ

উত্তরঃ খ) উপমার ভুল প্রয়োগ

৪। “বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।” বাক্যে কোন গুণটি অনুপস্থিত?

ক) যোগ্যতা

খ) আসত্তি

গ) আকাক্সক্ষা

ঘ) আসক্তি

উত্তরঃ ক) যোগ্যতা

৫। ‘বড্ড শুকিয়ে গেছিসরে।’ - বাক্যটিতে কী প্রকাশ পাচ্ছে?

ক) আদর

খ) বিস্ময়

গ) দুঃখ

ঘ) আনন্দ

উত্তরঃ খ) বিস্ময়

৬। বড্ড শুকিয়ে গেছিস রে।” এটি কী ধরনের বাক্য?

ক) আদেশসূচক

খ) আদর বোঝাতে

গ) অনুরোধ প্রকাশে

ঘ) আনন্দ প্রকাশে

উত্তরঃ খ) আদর বোঝাতে

৭। ‘যখন বিপদ আসে, তখন দুঃখও আসে’- বাক্যটি কোন প্রকারের?

ক) সরল বাক্য

খ) আশ্রিত বাক্য

গ) মিশ্রবাক্য

ঘ) মৌলিক বাক্য

উত্তরঃ গ) মিশ্রবাক্য

৮। ‘রৌদ্র প্লাবন সৃষ্টি করে’ বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

ক) যোগ্যতা

খ) আসত্তি

গ) আকাক্সক্ষা

ঘ) উৎকর্ষ

উত্তরঃ ক) যোগ্যতা

৯। ‘পরীক্ষার সফল হও,’ এটি কোন ধরণের বাক্য?

ক) বিবৃতিমূলক

খ) আদেশসূচক

গ) বিস্ময়সূচক

ঘ) ইচ্ছাসূচক

উত্তরঃ ঘ) ইচ্ছাসূচক

১০। কোনটি মিশ্রবাক্য?

ক) লেখাপড়া করে যেই, গাড়ি-ঘোড়া চড়ে সেই।

খ) উদয়ান্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

গ) মাংসভোজী পশু অত্যন্ত বলবান

ঘ) আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।

উত্তরঃ ক) লেখাপড়া করে যেই, গাড়ি-ঘোড়া চড়ে সেই।

১১। বাক্যের মৌলিক উপাদান কোনটি?

ক) বর্ণ

খ) বিভক্তি

গ) শব্দ

ঘ) ধ্বনি

উত্তরঃ গ) শব্দ

১২। “দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।” এটি কী ধরনের বাক্য?

ক) আদেশবাচক

খ) বিবৃতিমূলক

গ) বিস্ময়সূচক

ঘ) ইচ্ছাসূচক

উত্তরঃ ক) আদেশবাচক

১৩। ভাষার বিচারে এটি সমার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন?

ক) দুইটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

উত্তরঃ খ) তিনটি

১৪। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে- বাক্যটি কোন বাক্যের উদাহরন?

ক) সরল বাক্য

খ) যৌগিক বাক্য

গ) জটিল বাক্য

ঘ) মিশ্র বাক্য

উত্তরঃ ক) সরল বাক্য

১৫। ‘তোমাকে আজই যেতে হবে’- এটা কী ধরণের বাক্য?

ক) বিস্ময়বোধক

খ) বিবৃতিমূলক

গ) প্রার্থনাসূচক

ঘ) আদেশসূচক

উত্তরঃ ঘ) আদেশসূচক

১৬। তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?

ক) বাহুল্য দোষ

খ) দুর্বোধ্যতা

গ) গুরুচন্ডালী দোষ

ঘ) উপমার ভুল প্রয়োগ

উত্তরঃ গ) গুরুচন্ডালী দোষ

১৭। ‘শবদাহ’ স্থলে ‘শবপোড়া’ ব্যবহার করলে কী দোষ ঘটে?

ক) বাহুল্য দোষ

খ) বাগ্্ধারার রদবদল

গ) গুরুচন্ডলী দোষ

ঘ) উপমার ভুল প্রয়োগ

উত্তরঃ গ) গুরুচন্ডলী দোষ

১৮। “সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি”-এটি কোন ধরণের বাক্য?

ক) সরল বাক্য

খ) মিশ্র বাক্য

গ) জটিল বাক্য

ঘ) যৌগিক বাক্য

উত্তরঃ ঘ) যৌগিক বাক্য

১৯। কোনটি বাক্যের বাগ্্ভঙ্গি আদর বোঝাতে ব্যবহৃত হয়েছে?

ক) ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে

খ) যতই করিবে দান, ততই যাবে বেড়ে

গ) সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি

ঘ) তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি

উত্তরঃ খ) যতই করিবে দান, ততই যাবে বেড়ে

২০। কোন বাক্যের বাগ্্ভঙ্গি আদর বোঝাতে ব্যবহৃত হয়েছে?

ক) বেশ বেশ, খুব ভালো হয়েছে

খ) ঈশ্বর তোমার মঙ্গল করুক

গ) বড্ড শুকিয়ে গেছিস রে

ঘ) কাজটা করে দাও না ভাই

উত্তরঃ গ) বড্ড শুকিয়ে গেছিস রে

২১। নিচের কোনটি মিশ্র বাক্য?

ক) পুকুরে শাপলা জন্মে

খ) ভিক্ষুককের দান কর

গ) ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে

ঘ) যে সব পশু মাংস ভোজন করে, তারা বলবান

উত্তরঃ ঘ) যে সব পশু মাংস ভোজন করে, তারা বলবান

২২। নিচের কোন বাক্যটি যৌগিক বাক্যের উদাহরণ?

ক) তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন

খ) ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে

গ) যতদিন বেঁচে থাকব, ততদিন ঐ ঋণ স্বীকার করব

ঘ) তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন

উত্তরঃ খ) ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে

২৩। “দীর্ঘজীজী হও”। -এটি কী বাক্য?

ক) বিস্ময়সূচক খ) ইচ্ছাসূচক

গ) বিবৃতিমূলক

ঘ) আদেশবাচক

উত্তরঃ খ) ইচ্ছাসূচক

২৪। ‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।’ - গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?

ক) সরল

খ) জটিল

গ) যৌগিক

ঘ) মিশ্র

উত্তরঃ গ) যৌগিক

২৫। ‘তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ”- বাক্যটিতে কী কারণে যোগ্যতা বিনষ্ট হয়েছে?

ক) গুরুচন্ডালী দোষে

খ) উপমার ভুল প্রয়োগে

গ) বাহুল্য দোষে

ঘ) দুর্বোধ শব্দ

উত্তরঃ ঘ) দুর্বোধ শব্দ

২৬। বাক্যের ‘একক কী ? অথবা, বাক্যের মৌলিক উপাদান কী?

ক) উক্তি

খ) বিভক্তি

গ) উপসর্গ

ঘ) শব্দ

উত্তরঃ ঘ) শব্দ

২৭। আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তরঃ খ) তিন

২৮। প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে- উদ্দেশ্য ও বিধেয়। নিচের কোন বাক্যে উদ্দেশ্য পদের সম্প্রসারণ রয়েছে?

ক) আমি প্রতিদিন মাঠে যাই

খ) কামাল তোমাকে বই দেবে না

গ) পরিশ্রমী লোকই উন্নতি করে

ঘ) হরিণ খুব জোড়ে দৌড়ায়

উত্তরঃ গ) পরিশ্রমী লোকই উন্নতি করে

২৯। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান। - এটা কোন বাক্য?

ক) জটিল

খ) সরল

গ) যৌগিক

ঘ) বিষুক্ত বাক্য

উত্তরঃ খ) সরল

৩০। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসকে কী বলে?

ক) আকাঙ্খা

খ) আসত্তি

গ) আকুতি

ঘ) আক্ষেপ

উত্তরঃ খ) আসত্তি

৩১। “সকল আলেমগণ আজ উপস্থিত” - বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক) গুরুচন্ডলী দোষে

খ) বাহুল্য দোষে

গ) দুর্বোধ্যতা দোষে

ঘ) বিদেশি শব্দ দোষে

উত্তরঃ খ) বাহুল্য দোষে

৩২। যতই করিবে দান, ততই যাবে বেড়ে। - এটি কোন প্রকার বাক্য?

ক) সরল বাক্য

খ) যৌগিক বাক্য

গ) জটিল বা মিশ্র বাক্য

ঘ) মৌলিক বাক্য

উত্তরঃ গ) জটিল বা মিশ্র বাক্য

৩৩। তাঁর বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি- এটা কোন বাক্য?

ক) যৌগিক বাক্য

খ) সাধারণ বাক্য

গ) মিশ্র বাক্য

ঘ) সরল বাক্য

উত্তরঃ ক) যৌগিক বাক্য

৩৪। কোন বাক্যটির ব্যবহার সঠিক?

ক) সকল মানুষেরা মরণশীল

খ) জগতের সমস্ত শিশুরা নিষ্পাপ

গ) সকল মানুষ মরণশীল

ঘ) আজকাল অনেক গুরুরপালগুলো মাঠে দেখা যায় না

উত্তরঃ ঘ) আজকাল অনেক গুরুরপালগুলো মাঠে দেখা যায় না

৩৫। “যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়” - কোন বাক্য?

ক) যৌগিক বাক্য খ) সরল বাক্য

গ) আশ্রিত খন্ডবাক্য

ঘ) জটিল বাক্য

উত্তরঃ ঘ) জটিল বাক্য

৩৬। “যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে”- বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ কীভাবে ঘটেছে?

ক) সমার্থক বাক্যাংশ যোগে

খ) ক্রিয়া বিশেষণ যোগে

গ) বিশেষণ যোগে

ঘ) বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে

উত্তরঃ ক) সমার্থক বাক্যাংশ যোগে

৩৭। “তার বয়স হলেও বুদ্ধি হয়নি”- কোন বাক্য?

ক) যৌগিক বাক্য

খ) সরল বাক্য

গ) জটিল বাক্য

ঘ) মিশ্র বাক্য

উত্তরঃ খ) সরল বাক্য

৩৮। যৌগিক বাক্য কোনটি?

ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি

খ) যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না

গ) তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না

ঘ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি

উত্তরঃ গ) তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না

৩৯। “আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।” - গঠন অনুসারে বাক্যটি-

ক) সরল বাক্য

খ) জটিল বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) আশ্রিত খন্ডবাক্য

উত্তরঃ খ) জটিল বাক্য

৪০। কোনটি বিবৃতিমূলক বাক্য?

ক) দীর্ঘজীবী হও

খ) আহা আমি তো ভয়ে মরি

গ) সে লন্ডন যাবে না

ঘ) আমার ভিসাটা করে দাও ভাই

উত্তরঃ গ) সে লন্ডন যাবে না

৪১। বাক্যকে ভাষায় কী বলা হয়?

ক) মৌলিক উপাদান

খ) মূল উপাদান

গ) মূল উপকরণ

ঘ) সাধারণ উপকরণ

উত্তরঃ গ) মূল উপকরণ

৪২। বাগ্ধারায় যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার কোন গুণ হারায়?

ক) আকাঙ্খা

খ) যোগ্যতা

গ) আসত্তি

ঘ) দুর্বোধ্যতা

উত্তরঃ খ) যোগ্যতা

৪৩। মিশ্যবাক্য কোনটি?

ক) ভিক্ষুককে দান কর

খ) মেঘ গর্জন করে, তবে ময়ুর নৃত্য করে

গ) যতই করিবে দান ততই যাবে বেড়ে

ঘ) আমি বহু কষ্ট করে শিক্ষা লাভ করেছি

উত্তরঃ গ) যতই করিবে দান ততই যাবে বেড়ে

৪৪। ‘আমি তোমাকে সাহায্য করি’- এটি কোন ধরণের বাক্য?

ক) বিবৃতিমূলক

খ) প্রশ্নসূচক

গ) বিস্ময়সূচক

খ) আদেশমূলক

উত্তরঃ ক) বিবৃতিমূলক

৪৫। ‘যে পরিশ্রম করে, সে-ই সুখ লাখ করে’ বাক্যটি গঠন অনুসারে-

ক) সরল বাক্য খ) মিশ্র বা জটিল বাক্য

গ) যৌগিক বাক্য ঘ) আশ্রিত খন্ডবাক্য

উত্তরঃ খ) মিশ্র বা জটিল বাক্য

৪৬। ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি।’ - এটি কোন ধরণের বাক্য?

ক) সরল বাক্য

খ) মিশ্র বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) জটিল বাক্য

উত্তরঃ ক) সরল বাক্য

৪৭। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তরঃ খ) তিন

৪৮। ‘যদি সত্যি বল, তাহলে মুক্তি পাবে’-এ উদাহরণটি কোন বাক্যের?

ক) সংযুক্ত বাক্যের

খ) যৌগিক বাক্যের

গ) সরল বাক্যের

ঘ) মিশ্র বাক্যের

উত্তরঃ ঘ) মিশ্র বাক্যের

৪৯। “বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করবে”- এ বাক্যটির মিশ্রবাক্য হবে-

ক) যাদের বুদ্ধি নাই, তারাই এ কথা বিশ্বাস করবে

খ) বুদ্ধিহীনরাই সাধারণত এ কথা বিশ্বাস করে থাকে।

গ) বুদ্ধির অভাবেই এসব কথা বিশ্বাস করে

ঘ) যাদের বুদ্ধির অভাব আছে, তারাই এসব কথা বিশ্বাস করে থাকে

উত্তরঃ ক) যাদের বুদ্ধি নাই, তারাই এ কথা বিশ্বাস করবে

৫০। ‘পরীক্ষায় সফল হও’- এটি কোন প্রকার বাক্য?

ক) বিবৃতিমূলক খ) ইচ্ছাসূচক

গ) বিস্ময়সূচক

ঘ) আদেশসূচক

উত্তরঃ খ) ইচ্ছাসূচক

৫১। ‘চুপটি করে বস’- এটা কী ধরণের বাক্য?

ক) আদেশমূলক

খ) অনুরোধজ্ঞাপক

গ) বিবৃতিমূলক ঘ) উপদেশমূলক

উত্তরঃ ক) আদেশমূলক

৫২। যে সকল পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান।’ বাক্যটির সরল বাক্য রূপ কোনটি?

ক) মাংসভোজী পশু অত্যন্ত বলবান,

খ) মাংসভোজনকারী পশু খুব বলবান

গ) মাংসভোজী সকল পশুই বলবান

ঘ) যে সকল পশু মাংসভোজী , সেগুলো বলবান।

উত্তরঃ ক) মাংসভোজী পশু অত্যন্ত বলবান,

৫৩। বাগভঙ্গি কী?

ক) শব্দভঙ্গি

খ) বাচ্য ভঙ্গি

গ) নানাভঙ্গিতে উচ্চারণ

ঘ) মূখভঙ্গি

উত্তরঃ গ) নানাভঙ্গিতে উচ্চারণ

৫৪। প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে-এ দুটি কী কী?

ক) ক্রিয়া ও কর্ম

খ) কর্তা ও কর্ম

গ) উদ্দেশ্য ও বিধেয়

ঘ) বিশেষ্য ও বিশেষণ

উত্তরঃ গ) উদ্দেশ্য ও বিধেয়

৫৫। বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য কোনটি?

ক) ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা

খ) যতই করিবে দান, তত যাবে বেড়ে

গ) তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি

ঘ) তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না

উত্তরঃ ক) ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা

৫৬। কোন বাক্যে বিশেষ্যস্থানীয় আশ্রিত খন্ড বাক্য হয়েছে?

ক) যতই করিবে দান, ততই যাবে বেড়ে

খ) খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি

গ) তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না

ঘ) উদয়ান্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না

উত্তরঃ গ) তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না

৫৭। কোনটি ভাববাচ্যের বাক্য?

ক) আমি এখনও খাই নি

খ) এবার ট্রেনে ওঠা যাক

গ) আসামীকে জরিমানা করা হয়েছে

ঘ) রোগী পথ্য সেবন করে

উত্তরঃ খ) এবার ট্রেনে ওঠা যাক

৫৮। হাতিগুলো আকাশে উড়ছে- বাক্যটিকে কোন গুণের অভাব হয়েছে?

ক) আসত্তির

খ) আকাঙ্খার

গ) যোগ্যতার

ঘ) গঠনের

উত্তরঃ গ) যোগ্যতার

৫৯। নিচের কোনটি ইচ্ছাসূচক বাক্য?

ক) দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর

খ) দীর্ঘজীবী হও

গ) বেশ বেশ, খুব ভালো হয়েছে

ঘ) আমি বলতে চাই না

উত্তরঃ খ) দীর্ঘজীবী হও

৬০। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। এটি কোন বাক্য?

ক) বিশেষ্য আশ্রিত খন্ডবাক্য

খ) বিশেষণ আশ্রিত খন্ডবাক্য

গ) ক্রিয়া বিশেষণ আশ্রিত খন্ডবাক্য

ঘ) যৌগিক বাক্য

উত্তরঃ গ) ক্রিয়া বিশেষণ আশ্রিত খন্ডবাক্য

৬১। কোনটি যৌগিক বাক্যের উদারহণ?

ক) পুকুরে পদ্মফুল ফুটেছে

খ) উদয়ান্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না

গ) যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে

ঘ) তার বয়স হলেও বৃদ্ধি হয়নি

উত্তরঃ খ) উদয়ান্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব

না ৬২। “গরুগুলো আকাশে উড়ছে, মাছগুলো গাছে উঠছে।’ এই পদসমষ্টি বাক্য হয়নি কেন?

ক) আসক্তির অভাবে

খ) যোগ্যতার অভাবে

গ) আকাক্সক্ষার অভাবে

ঘ) গুরুচন্ডলী দোষে

উত্তরঃ খ) যোগ্যতার অভাবে

৬৩। ভাষার বিচারে বাক্যের কোন তিনটি গুণ থাকা চাই? অথবা, একটি সার্থক বাক্যের গুছ কী কী?

ক) আকাঙ্খা, আসত্তি, যোগ্যতা

খ) আসক্তি, আকাঙ্খা, রীতিসিদ্ধতা

গ) আসত্তি, যোগ্যতা, অর্থবাচকতা

ঘ) অর্থবাচকতা, আকাঙ্খা, রীতিসিদ্ধতা

উত্তরঃ ক) আকাঙ্খা, আসত্তি, যোগ্যতা

৬৪। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে-

ক) আকাঙ্খা 

খ) যোগ্যতা

গ) আসত্তি

ঘ) অর্থ সংগতি

উত্তরঃ ক) আকাঙ্খা 

৬৫। চাটুকার পরিকৃত হয়েই বড় সাহেব থাকেন- এখানে উদ্দেশ্যের সম্প্রসারণ হয়েছে কীভাবে?

ক) বিশেষণ যোগে

খ) অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে

গ) বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে

ঘ) সমার্থক বাক্যাংশ যোগে

উত্তরঃ খ) অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে

৬৬। কোথায় যাচ্ছ- এটি কোন ধরণের বাক্য?

ক) আবেগসূচক বাক্য

খ) প্রশ্নসূচক বাক্য

গ) আদেশসূচক বাক্য

ঘ) বিস্ময়সূচক বাক্য

উত্তরঃ খ) প্রশ্নসূচক বাক্য

৬৭। এ গ্রামে যে দরগা আছে, সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে।- এটি কোন বাক্যের উদাহরণ?

ক) সরল বাক্য

খ) যৌগিক বাক্য

গ) মিশ্র বাক্য

ঘ) মৌলিক বাক্য

উত্তরঃ গ) মিশ্র বাক্য

৬৮। সরল উদ্দেশ্য কাকে বলে?

ক) পদক্রম অনুসারী কর্তৃপদকে

খ) একবচন সংবলিত কর্তৃপদকে

গ) একটিমাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে

ঘ) সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে

উত্তরঃ গ) একটিমাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে

৬৯। “রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল” এটি কোন বাক্য?

ক) সরল বাক্য

খ) জটিল বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) আশ্রিত খন্ডবাক্য

উত্তরঃ ক) সরল বাক্য

৭০। হাসিমের ভাই এসেছে- এ বাক্যে ‘হাসিমের’ পদটি কীসের সম্প্রসারক?

ক) ক্রিয়ার

খ) বিধেয়ের

গ) বিশেষণের

ঘ) উদ্দেশ্যের

উত্তরঃ ঘ) উদ্দেশ্যের

৭১। যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে কী বলে?

ক) জটিল বাক্য

খ) যৌগিক বাক্য

গ) সরল বাক্য

ঘ) আশ্রিত খন্ডবাক্য

উত্তরঃ ক) জটিল বাক্য

৭২। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি।” - একটি কোন বাক্য?

ক ) সাধারণ বাক্য

খ) মিশ্র বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) সরল বাক্য

উত্তরঃ গ) যৌগিক বাক্য

৭৩। আহা কি আনন্দ আকাশে বাতাসে!- কোন ধরণের বাক্য?

ক) বিবৃতিমূলক

খ) আদেশসূচক

গ) বিস্মৃয়বোধক

খ) প্রশ্নবোধক

উত্তরঃ গ) বিস্মৃয়বোধক

৭৪। যে-ই তার দর্শন পেলাম সে-ই আমরা প্রস্থান করলাম- এটি কোন জাতীয় বাক্য?

ক) সরল বাক্য

খ) যৌগিক বাক্য

গ) মৌলিক বাক্য

ঘ) মিশ্র বাক্য

উত্তরঃ ঘ) মিশ্র বাক্য

৭৫। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?

ক) বাহুল্য

খ) যোগ্যতা

গ) আকাক্সক্ষা

ঘ) আসত্তি

উত্তরঃ খ) যোগ্যতা

৭৬। তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না- এটা কী ধরণের বাক্য?

ক) মিশ্র বাক্য

খ) সরল বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) সাধারণ বাক্য

উত্তরঃ গ) যৌগিক বাক্য

৭৭। আকাঙ্খা, আসত্তি, যোগ্যতা,- বাক্যের কী?

ক) অংশ

খ) বৈশিষ্ট্য

গ) গুণ

ঘ) প্রকারভেদ

উত্তরঃ গ) গুণ

৭৮। কোনটি জটিল বাক্য?

ক) আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষালাভ করেছি,

খ) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে

গ) যদিও তাঁর টাকা আছে তথাপি তিনি দান করেন না

ঘ) তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি

উত্তরঃ গ) যদিও তাঁর টাকা আছে তথাপি তিনি দান করেন না

৭৯। কোনটি বিস্ময়সূচক বাক্য?

ক) কি করবে?

খ) জয়ী হও।

গ) সকলেই কি সব পারে?

ঘ) কি সুন্দর ফুল

উত্তরঃ ঘ) কি সুন্দর ফুল

৮০। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?

ক) আসত্তি

খ) যোগ্যতা

গ) আকাঙ্খা

ঘ) আসক্তি

উত্তরঃ গ) আকাঙ্খা

৮১। “শবপোড়’ শব্দটিতে কী দোষ দেখা যায়?

ক) গুরুচন্ডালী

খ) উপমা প্রয়োগ ভুল

গ) আকাক্সক্ষা ভুল প্রয়োগ

ঘ) দুর্বোধ্যতা

উত্তরঃ ক) গুরুচন্ডালী

৮২। কোনটি বাগ্্ধারার শব্দ পরিবর্তনজণিত ভুলের উদাহরণ?

ক) ঘোড়ার ডিম

খ) গোড়ায় গলদ

গ) পৌরীসেনের টাকা

ঘ) ঘোটকের ডিম্ব

উত্তরঃ ঘ) ঘোটকের ডিম্ব

৮৩। কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষযুক্ত?

ক) ঘোড়ার গাঢ়ি

খ) ঘোটকের গাড়ি

গ) শবদাহ

ঘ) মড়াপোড়া

উত্তরঃ খ) ঘোটকের গাড়ি

৮৪। কোনটি আদশেসূচক বাক্য?

ক) তোমাকে বসতে বলেছি

খ) এখানে এস

গ) তুমি কি বসবে

ঘ) বসলে খুশি হব

উত্তরঃ খ) এখানে এস

৮৫। “সে কি যাবে”- এটি কী ধরণের বাক্য?

ক) আদেশসূচক

খ) বিস্ময়সূচক

গ) বিবৃতিসূচক

ঘ) প্রশ্নসূচক

উত্তরঃ ঘ) প্রশ্নসূচক

৮৬।“আমি তোমাকে স্নেহ কর। এটি কী ধরণের বাক্য?

ক) প্রশ্নসূচক

খ) বিবৃতিমূলক

গ) বিস্ময়সূচক

ঘ) আদেশসূচক

উত্তরঃ খ) বিবৃতিমূলক

৮৭। কোনটি প্রশ্নসূচক বাক্য?

ক) কী খেলাই খেলল

খ) তুমি অবশ্যই খেলবে

গ) আমি খেলব না

ঘ) তুমি কি খেলেছ

উত্তরঃ ঘ) তুমি কি খেলেছ

৮৮। “তোমাকে আজই যেতে হবে।” এটা কী ধরণের বাক্য?

ক) বিস্ময়সূচক

খ) প্রার্থনামূলক

গ) আদেশমূলক

ঘ) বিবৃতিমূলক

উত্তরঃ গ) আদেশমূলক

৮৯। “কী সাংঘাতিক ব্যাপার।”- এটা কী ধরণের বাক্য?

ক) বিবৃতিমূলক

খ) বিস্ময়সূচক

গ) প্রশ্নমূলক

ঘ) অনুরোধবাচক

উত্তরঃ খ) বিস্ময়সূচক

৯০। “কোথায় যাচ্ছ?”- এটা কী ধরণের বাক্য?

ক) বিস্ময়সূচক

খ) বিবৃতিমূলক

গ) প্রশ্নমূলক

ঘ) অনুরোধমূলক

উত্তরঃ গ) প্রশ্নমূলক

৯১। “এখানে এসা।” এটা কী ধরণের বাক্য?

ক) অনুরোধজ্ঞাপক

খ) আদেশমূলক

গ) বিবৃতিমূলক

ঘ) বিস্ময়সূচক

উত্তরঃ খ) আদেশমূলক

৯২। বাগযন্ত্র কী?

ক) শব্দভঙ্গি

খ) নানা ভঙ্গিতে উচ্চারণ

গ) মুখভঙ্গি ঘ) বাক্যভঙ্গি

উত্তরঃ গ) মুখভঙ্গি

৯৩। কোনটি বিস্ময়সূচক বাক্য?

ক) কী করবে?

খ) জয়ী হও।

গ) সকলের মঙ্গল হোক।

ঘ) কী সুন্দর ফুল।

উত্তরঃ ঘ) কী সুন্দর ফুল

৯৪। “তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম- এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?

ক) বিরক্তি

খ) বিড়ম্বনা

গ) ক্ষোভ

ঘ) ঘৃণা

উত্তরঃ খ) বিড়ম্বনা

এককথায় প্রকাশ (বাক্য সংকোচন) -অতি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
ক্রিয়া বিভক্তিঃ সাধু ও চলিত -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম