বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়- নৈর্ব্যক্তিক প্রশ্ন, নবম ও দশম শ্রেণি


বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়ঃ

১। ব্যাকরণ শব্দের ব্যুৎপওিগত অর্থ কী ?

ক) বিশেষভাবে বিভাজন

খ) বিশেষভাবে বিশ্নেষণ

গ) বিশেষভাবে বিয়োজন

ঘ) বিশেষভাবে সংযোজন

উত্তরঃ খ) বিশেষভাবে বিশ্নেষণ ২। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি ?

ক) ২ টি

খ) ৩টি

গ) ৪ টি

ঘ) ৫ টি।

উত্তরঃ গ) ৪ টি

৩। ‘বচন , লিঙ্গ, কারক, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?

ক) ধ্বনিতত্ত্ব

খ) ভাষাতত্ত্ব

গ) রূপতত্ত্ব

ঘ) বাক্যতত্ত্ব

উত্তরঃ গ) রূপতত্ত্ব

৪। বচন, ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?

ক) রুপতত্ত্বের

খ) ধ্বনিতত্ত্বের

গ) বাক্যতত্ত্বের

ঘ) অর্থতত্ত্বের

উত্তরঃ ক) রুপতত্ত্বের

৫। ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

ক) রূপতত্ত্ব

খ) ধ্বনিতত্ত্ব

গ) ভাষাতত্ত্ব

ঘ) বাক্যতত্ত্ব

উত্তরঃ ক) রুপতত্ত্বের 

৬। রুপতত্ত্বের অপর নাম কী ?

ক) বাক্যতত্ত্ব

খ) শব্দতত্ত্ব

গ) ধ্বনিতত্ত্ব

ঘ) পদক্রম

উত্তরঃ ক) রুপতত্ত্বের

৭। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?

ক) ধ্বনিতত্ত্ব

খ) রূপতত্ত্ব

গ) বাক্যতত্ত্ব

ঘ) ছন্দতত্ত্ব

উত্তরঃ ক) ধ্বনিতও্ব

৮। ‘ধাতুরু ব্যকরণের কোন অংশে আলোচিত হয় ?

ক) ধ্বনিতত্ত্ব

খ) রূপতত্ত্ব

গ) বাক্যতত্ত্ব

ঘ) ছন্দতত্ত্ব

উত্তরঃ খ) রূপতত্ত্ব

৯। বাক্য তত্ত্বের অপর নাম কী ?

ক) ভাষা

খ) প্রাতিপদিক

গ) পদক্রম

ঘ) সাধিত শব্দ

উত্তরঃ খ) রূপতত্ত্ব

১০। বিভক্তিহীন নামশব্দকে কী বলে ?

ক) প্রাতিপদিক

খ) প্রত্যয়

গ) সাধিত শব্দ

ঘ) পদ

উত্তরঃ ক) প্রাতিপদিক

১১। প্রাতিপদিক কী ?

ক) বিভক্তিযুক্ত পদ

খ) বিভক্তিহীন শব্দ

গ) বিভক্তিযুক্ত নাম শব্দ

ঘ) বিভক্তিহীন নামশব্দ

উত্তরঃ ঘ) বিভক্তিহীন নামশব্দ

১২। নিচের কোনটি প্রাতিপদিক ?

ক) কলম

খ) হাতা

গ) হাতল

ঘ) মুখ

উত্তরঃ ক) কলম

১৩। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয়

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) রুপ

ঘ) অক্ষর

উত্তরঃ ক) কলম

১৪। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী ?

ক) সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান

খ) বর্ণ, বর্ণের উচ্চরণাদি ও শব্দের শ্রেণিবিভাগ

গ) বাক্য গঠন, উচ্চারণ ও মুখ্যার্থ

ঘ) সন্ধি, উপসর্গও প্রত্যয়

উত্তরঃ ক) সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান ১৫. প্রাতিপদিক এর উদাহরণ কোনটি ?

ক) কলম

খ) মুখর

গ) গরমিল

ঘ) হাতা

উত্তরঃ ক) কলম

১৬. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্ব

খ) রূপতত্ত্ব

গ) বাক্যতত্ত্ব

ঘ) ছন্দতত্ত্ব

উত্তরঃ গ) শব্দততত্ত্বে

১৭. কারক ও সমাস কোন কোন তত্ত্বের আলোচ্য বিষয় ?

ক) ধ্বনিতত্ত্বের

খ) শব্দতত্ত্বের

গ) শব্দততত্ত্বে

ঘ) অর্থতত্ত্বের

উত্তরঃ খ) শব্দতত্ত্বের

১৮। ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

ক) শব্দতত্ত্ব

খ) বাক্যতত্ত্ব

গ) বাগর্থতত্ত্ব

ঘ) অর্থতত্ত্ব

উত্তরঃ ক) শব্দতও্বে 

১৯। বাংলা ব্যাকরণের কোন অংশের বর্ণের বিন্যাস আলোচিত হয় ?

ক) বাক্যতত্ত্বে

খ) ধ্বনিততত্ত্বে

গ) শব্দততত্ত্বে

ঘ) রুপততত্ত্বে

উত্তরঃ খ) ধ্বনিততত্ত্বে

২০। ধ্বনিততত্ত্বের আলোচ্য বিষয় কী কী ?

ক) বাক্য গঠন ও উচ্চারণ

খ) সন্ধি, উপসর্গ ও প্রত্যয়

গ) বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণ

ঘ) সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান

উত্তরঃ ঘ) সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান

২১। ব্যাকরণিক চিহৃ কয়টি ?

ক) ১১টি

খ) ৭ টি

গ) ৪ টি

ঘ) ৩ টি।

উত্তরঃ গ) ৪ টি

২২। উক্তি ও বাচ্য ব্যাকরণের কোন অংশের আলোচনা করা হয় ?

ক) ধ্বনিততত্ত্বে

খ) শব্দ/রুপততত্ত্বে

গ) বাক্যততত্ত্বে

ঘ) অর্থততত্ত্বে

উত্তরঃ গ) বাক্যততত্ত্বে

২৩। শব্দের মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি ব্যাকরণের কোন অংশে থাকে ?

ক) ধ্বনিততত্ত্বে

খ) রূপততত্ত্বে

গ) অর্থততত্ত্বে

ঘ) বাক্যততত্ত্বে

উত্তরঃ গ) অর্থতত্ত্বে

২৪. লিঙ্গ ও বচন ব্যাকণের কোন তত্ত্বে আলোচিত হয় ?

ক) ধ্বনিততত্ত্বে

খ) বাক্যতত্ত্বে

গ) শব্দতত্ত্বে

ঘ) অর্থততত্ত্বে

উত্তরঃ গ) শব্দতত্ত্বে

২৫. পদের রূপ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

ক) ধ্বনিতত্ত্বে

খ) শব্দতত্ত্বে

গ) বাক্যতত্ত্বে

ঘ) অর্থতত্ত্বে

উত্তরঃ গ) শব্দতত্ত্বে

২৬. বাংলা ব্যাকরণের প্রথম রচনা করেন কে ?

ক) উইলিয়াম কেরী

খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

গ) ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

ঘ) মি. এন. বি. হ্যালহেড

উত্তরঃ ঘ) মি. এন. বি. হ্যালহেড

২৭. ব্যাকরণের কাজ কী ?

ক) ভাষার বিশ্লেষন

খ) ভাষার উন্নতি

গ) ভাষার নিয়ম শৃঙ্খলা

ঘ) ভাষার নিয়ম প্রতিষ্ঠা

উত্তরঃ ক) ভাষার বিশ্লেষন ২৮. শব্দতত্ত্বের আরেক নাম কী ?

ক) ধ্বনিতত্ত্ব

খ) বাক্যতত্ত্ব

গ) অর্থতত্ত্ব

ঘ) রুপতত্ত্ব

উত্তরঃ ঘ) রুপতত্ত্ব

২৯. কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?

ক) বাগধারা

খ) সমাজ

গ) কারক

ঘ) সন্ধি

উত্তরঃ ঘ) সন্ধি

৩০. বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন ?

ক) রামরাম বসু

খ) রামানারায়ন তর্করত্ন

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) রাজা রামমোহন রায়

উত্তরঃ ঘ) রাজা রামমোহন রায়

৩১. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী ?

ক) গৌড়ীয় ব্যাকরণ

খ) মাগধীর ব্যাকরণ

গ) মাতৃভাষার ব্যাকরণ

ঘ) ভাষা ও ব্যাকরণ

উত্তরঃ ক) গৌড়ীয় ব্যাকরণ

৩২. পদ প্রকরণ ব্যাকরণ কোন অংশের আলোচ্য বিষয় ?

ক) রূপতত্ত্বের

খ) ধ্বনিতত্ত্বের

গ) বাক্যতত্ত্বের

ঘ) অর্থতত্ত্বের

উত্তরঃ ক) রূপতত্ত্বের

৩৩. ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?

ক) ধ্বনিতত্ত্ব

খ) বাক্যতত্ত্ব

গ) রূপতত্ত্ব

ঘ) পদক্রম

উত্তরঃ ক) রূপতত্ত্ব

৩৪. ভাষা ব্যাকরণের অনুসরণ করে না, ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে । কথাটি-

ক) মিথ্যা

খ) আংশিক সত্য

গ) পুরোপুরি সত্য

ঘ) ভিওিহীন উত্তরঃ

গ) পুরোপুরি সত্য ৩৫. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত হয় ?

ক) ভাষাতত্ত্বে

খ) ধ্বনিতত্ত্বে

গ) রূপতত্ত্বে

ঘ) বাক্যতত্ত্বে

উত্তরঃ খ) ধ্বনিতত্ত্বে

৩৬। বাক্যতত্ত্বের অপর নাম কী ?

ক) পদক্রম

খ) রুপতত্ত্ব

গ) অর্থতত্ত্ব

ঘ) ধ্বনিতত্ত্ব

উত্তরঃ ক) পদক্রম

ধ্বনি ও বর্ণপ্রকরণ -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম ,দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী
Previus
ভাষা-অতি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নবম - দশম শ্রেণি
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম