ধাতু - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


ধাতু

১। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়?

ক) যতি

খ) ধাতু

গ) উক্তি

ঘ) প্রকৃতি

উত্তরঃ খ) ধাতু

২। ধাতু কত প্রকার?

ক) ছয়

খ) পাঁচ

গ) চার

ঘ) তিন


উত্তরঃ ঘ) তিন

৩। নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু?

ক) মাঙ খ) পেট

গ) ফির/ঠেল

ঘ) হের উত্তরঃ ঘ) হের

৪। মৌলিক ধাতুর সাথে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়ে কোন ধাতু গঠিত হয়?

ক) নাম ধাতু

খ) প্রযোজক ধাতু

গ) কর্মবাচ্যের ধাতু

ঘ) সংযোগমূলক ধাতু

উত্তরঃ খ) প্রযোজক ধাতু

৫। “হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে”? এ বাক্যে ব্যবহৃত ‘হের’ কোন ধরনের ধাতু?

ক) মৌলিক

খ) সাধিত

গ) যৌগিক

ঘ) অজ্ঞাতমূল

উত্তরঃ ঘ) অজ্ঞাতমূল

৬। অজ্ঞাতমূল ধাতু কোনটি?

ক) হৃ

খ) টান

গ) হের

ঘ) কহ্

উত্তরঃ গ) হের

৭। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়ে কোন ধাতু গঠিত হয়?

ক) মৌলিক ধাতু

খ) যৌগিক ধাতু

গ) নাম ধাতু

ঘ) বিদেশি ধাতু

উত্তরঃ গ) নাম ধাতু

৮। নিচের কোনটি বিদেশাগত ধাতু?

ক) ডাক্ খ) থাক্

গ) হাস্

ঘ) বুঝ্

উত্তরঃ ক) ডাক্

৯। ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।” - এ্ই বাক্যটিতে ‘হারায়’ শব্দটি কোন ধাতু? ক) নাম ধাতু খ) বিদেশাগত ধাতু গ) কর্মবাচ্যের ধাতু ঘ) সংযোগমূলক ধাতু

উত্তরঃ গ) কর্মবাচ্যের ধাতু ১০। বিদেশি ধাতু কোনটি? ক) রাখ্

খ) টান্

গ) র্ক

ঘ) গম্

উত্তরঃ খ) টান্

১১। খাঁটি বাংলা ধাতু কোনটি?

ক) জম্

খ) ঝুলানো

গ) আঁক্ ঘ) গম্

উত্তরঃ গ) আঁক্

১২। প্রযোজন ধাতুর উদাহরণ কোনটি?

ক) এখনও সবাধান হও

খ) সাপুড়ে পাস খেলায়

গ) কাজটি ভালো দেখায় না

ঘ) পাঁচের সাথে তিন যোগ কর

উত্তরঃ খ) সাপুড়ে পাস খেলায়

১৩। রক্ষণ, রক্ষিত, রক্ষী-সাধিত শব্দগুলো কোন ধাতু থেকে সৃষ্ট?

ক) ক্রী খ) হস্

গ) শ্রু ঘ) রক্ষ্

উত্তরঃ ঘ) রক্ষ্

১৪। বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু-

ক) নাম ধাতু

খ) প্রযোজক ধাতু

গ) কর্মবাচ্যের ধাতু

ঘ) সংস্কৃত ধাতু

উত্তরঃ গ) কর্মবাচ্যের ধাতু

১৫। নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?

ক) পড়ু খ) পড়া গ) ডা ঘ) কোন উত্তরঃ খ) পড়া

১৬। ‘টুটু’ এই বিদেশি ধাতুটি বাংলা ভাষায় কোন অর্থে ব্যবহৃত?

ক) নষ্ট হওয়া খ) ঝুলানো গ) ছিন্ন হওয়া ঘ) সিক্ত হওয়া

উত্তরঃ গ) ছিন্ন হওয়া

১৭। কোন বাক্যটিতে নাম ধাতুর উদাহরণ রয়েছে?

ক) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

খ) শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন

গ) রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে

ঘ) পুলিশ চোরকে পেটাচ্ছে

উত্তরঃ খ) শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন

১৮। ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে? ক) ˃

খ) ˂ গ) 

ঘ) -

উত্তরঃ গ) 

১৯। ‘কাজটি ভালো দেখায় না’। বাক্যে কোন ধাতুর প্রয়োগ দেখানো হয়েছে?

ক) সাধিত

খ) কর্মবাচ্যের

গ) প্রযোজক ঘ) সংযোগমূলক

উত্তরঃ খ) কর্মবাচ্যের

২০। কোনটি নাম ধাতু?

ক) র্ধ+আ খ) নাচ্+আ

গ) কৃ+তব্য

ঘ) ঘুম+আ

উত্তরঃ ঘ) ঘুম+আ

২১। নিচের কোনটি বিদেশাগত ধাতু?

ক) র্ফি

খ) বন্ধ

গ) হস্

ঘ) কথ্

উত্তরঃ ক) র্ফি

২২। যেসব ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা যায় না তদের কী বলে?

ক) বিদেশাগত ধাতু

খ) অজ্ঞাতমূল ধাতু

গ) সংস্কৃত ধাতু

ঘ) হিন্দি ধাতু

উত্তরঃ ঘ) হিন্দি ধাতু

২৩। যে সব ধাতু বিশ্লেষণ কর সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূণতম একক সেগুলোকে বলা হয়-

ক) মৌলিক/স্বয়ংসিদ্ধ ধাতু

খ) যৌগিক ধাতু

গ) সংযোগমূলক ধাতু

ঘ) সাধিত ধাতু

উত্তরঃ ক) মৌলিক/স্বয়ংসিদ্ধ ধাতু

২৪। মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?

ক) সংযোগমূলক ধাতু

খ) বিদেশি ধাতু

গ) তৎসম ধাতু

ঘ) সাধিত ধাতু



উত্তরঃ ঘ) সাধিত ধাতু

২৫। সাধিত ধাতু কয় প্রকার? অথবা, গঠন রীতি ও অর্থের দিক দিয়ে সাধিত ধাতু কয় শ্রেণিতে বিভক্ত?

ক) দুই প্রকার

খ) তিন প্রকার

গ) চার প্রকার

ঘ) পাঁচ প্রকার

উত্তরঃ খ) তিন প্রকার

২৬। কোনটি নাম ধাতু ?

ক) খা

খ) কর

গ) ঘুমা

ঘ) ছাড়

উত্তরঃ গ) ঘুমা

২৭। প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?

ক) বসিয়ে রেখো না

খ) কাজটি ভালো দেখায় না

গ) এখনও সাবধান হও

ঘ) মেয়েটি গান গাচ্ছে

উত্তরঃ ক) বসিয়ে রেখো না

২৮। ‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ক) কর্ণার

খ) মুর্তি সংক্রান্ত

গ) নষ্ট হওয়া

ঘ) উঁচু হওয়া

উত্তরঃ গ) নষ্ট হওয়া

২৯। ‘র্ক’ কোন ধাতুর উদাহরণ?

ক) সাধিত ধাতু খ) নাম ধাতু

গ) মৌলিক ধাতু

ঘ) যৌগিক ধাতু

উত্তরঃ গ) মৌলিক ধাতু

৩০। ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণির ধাতু থেকে গঠিত?

ক) দেশি

খ) সংস্কৃত মূল

গ) বিদেশি

ঘ) খাঁটি বাংলা

উত্তরঃ খ) সংস্কৃত মূল

৩১। ‘র্ফি” বিদেশি ধাতুটি কী অর্থে ব্যবহৃত হয়?

ক) গমন

খ) আগমণ

গ) গুনরাগমণ

ঘ) প্রত্যাগয়ন

উত্তরঃ গ) গুনরাগমণ

৩২। ‘বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি ধাতুগুলো কোন ভাষা থেকে এসেছে?

ক) ফারসি

খ) হিন্দি

গ) আরবি

ঘ) উর্দু

উত্তরঃ খ) হিন্দি

৩৩। কোনটি সংস্কৃত মূল ধাতু?

ক) আঁকা

খ) খাদ/দল্

গ) বেতা

ঘ) র্ফি উত্তরঃ খ) খাদ/দল্

৩৪। এখনও সাবধান হও, নতুবা আখের খারাপ হবে। - ‘হও’ কোন ধাতুর উদাহরণ? অথবা, সাবধান হও নতুবা বিপদে পড়বে-ক্রিয়াটি কোন ধাতুজাত?

ক) সাধিত ধাতু

খ) সংযোগমূলক ধাতু

গ) মৌলিক ধাতু

ঘ) কর্মবাচ্যের ধাতু

উত্তরঃ খ) সংযোগমূলক ধাতু

৩৫। মৌলিক ধাতুর অপর নাম কী?

ক) সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ

খ) ণিজন্ত

গ) নাম ধাতু

ঘ) প্রযোজক ধাতু

উত্তরঃ ক) সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ

৩৬। যে ক্রিয়া পদের মূল বা ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে তাকে কী বলে?

ক) সংস্কৃত মূলধাতু

খ) অজ্ঞাত মূলধাতু

গ) বিদেশি ধাতু

ঘ) নিজান্ত ধাতু

উত্তরঃ গ) বিদেশি ধাতু

৩৭। কাট্, কাঁদ্, জান্, নাচ্ ইত্যাদি কোন ধাতুর উদাহরণ? অথবা, ‘পড়্’ চল্’ এ দুটি৬ কোন ধাতু?

ক) সংস্কৃত

খ) সাধিত

গ) বিদেশি

ঘ) খাঁটি বাংলা/স্বয়ংসিদ্ধ ধাতু

উত্তরঃ ঘ) খাঁটি বাংলা/স্বয়ংসিদ্ধ ধাতু

৩৮। কৃ, গম, ধৃ, গঠ, স্থ ইত্যাদি -

ক) মৌলিক ধাতু

খ) বিদেশি ধাতু

গ) বাংলা ধাতু

ঘ) সংস্কৃত ধাতু

উত্তরঃ ঘ) সংস্কৃত ধাতু

৩৯। “বাংলা সংস্কৃত ও বিদেশি”- বাংলা ভাষার কোন ধাতুর শ্রেণিবিভাগ?

ক) সাধিত ধাতু

খ) মৌলিক ধাতু

গ) মৌলিক ধাতু

ঘ) প্রযোজক ধাতু উত্তরঃ

গ) মৌলিক ধাতু

৪০। ‘ঘৃষ্’ ধাতুর বাংলা ধাতু কী?

ক) ঘষা খ) ঘিষ্

গ) ঘষ্ ঘ) ঘাম্

উত্তরঃ গ) ঘষ্

৪১। বিদেশি ধাতু কোনটি?

ক) কৃৎ

খ) টান্

গ) রাখ্

ঘ) খাদ্

ত্তরঃ খ) টান্

৪২। বিদেশি ধাতু কোনটি?

ক) ছাষ্

খ) র্ড

গ) গড্

ঘ) বুধ্

উত্তরঃ খ) র্ড

৪৩। “তিনি ছেলেকে পড়াচ্ছেন।” কোন ধাতুর উদাহরণ?

ক) প্রযোজক ধাতু

খ) নামধাতু

গ) সংযোগ ধাতু

ঘ) কর্মবাচ্যের ধাতু

উত্তরঃ ক) প্রযোজক ধাতু

৪৪। ‘দৃশ্’ ধাতুর বাংলা রূপ কোনটি?

ক) দে খ) দেখ্

গ) দেন

ঘ) দেখন

উত্তরঃ খ) দেখ্

৪৫। কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই?

ক) কর্মবাচ্যের ধাতুর

খ) প্রযোজক ধাতুর

গ) নাম ধাতুর ঘ) সাধিথ ধাতুর

উত্তরঃ ক) কর্মবাচ্যের ধাতুর

৪৬। কোনটি সংযোগমূলক ধাতুর উদাহরণ?

ক) ভয় র্ব

খ) এখন যেতে পার

গ) তিনি বলতে লাগলেন


ঘ) তরকারি বাসি হলো টকে

উত্তরঃ ক) ভয় র্ব

৪৭। নিচের কোন দুটি বাংলা ধাতু?

ক) কৃ,গম্

খ) নাচ্, পড়্

গ) পঠ্ , ধৃ

ঘ) টান্ , খাট্

উত্তরঃ খ) নাচ্, পড়্

৪৮। প্রযোজক ধাতুর অপর নাম কী?

ক) বিদেশী ধাতু

খ) ণিজন্ত ধাতু

গ) নাম ধাতু

ঘ) সংযোগমূলক ধাতু

উত্তরঃ খ) ণিজন্ত ধাতু

৪৯। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?

ক) তিনি ছেলেকে পড়াচ্ছেন

খ) তোমাকে অনেকবার বলেছি

গ) একি কথা শুনি

ঘ) তুমি কোন কাননের ফুল

উত্তরঃ ক) তিনি ছেলেকে পড়াচ্ছেন

পদ-প্রকরণ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
প্রকৃতি ও প্রত্যয় - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম