দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে পত্র


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লেখ।

বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, ঢাকা-১২১৫। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যন্ত

সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে বিরাজ করছে দারুণ উৎকন্ঠা। জীবনধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে ধীরে ধীরে জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে জনজীবনে সৃষ্টি হয়েছে এক অস্বস্তিকর অবস্থা। বাজারে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহে চালের দাম প্রকারভেদে মণপ্রতি ২০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত বেড়েছে। মাঝারি মানের চাল মণপ্রতি ৫০ টাকা থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের তরিতরকারির সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও দাম অনেক বেশি। পটোল, ঢেঁঢ়শ, ঝিঙা, আলু, লাউ, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া ইত্যাদির দাম ম্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। লাগামহীন ঘোড়ার মতো পেঁয়াজ , রসুন, আদা, ভোজ্য তৈল ইত্যাদির দাম বেড়ে চলেছে । গুঁড়ো দুধের দাম আকাশচুম্বী। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি আজ আমাদের সমাজিক ,জাতীয় ও অর্থনৈতিক, জীবনে এক বিরাট সমস্যা হয়ে দাড়িয়েছে। চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা , মুনাফালোভী, মজুতদার, রাজনৈতিক অস্থিতিশীলতা এমনকি বাজার ব্যবস্থার উপর সরকারি নিয়ন্ত্রণহীনতার সুযোগে বানের পানির মতো প্রতিদিনই বেড়ে চলছে দ্রব্যমূল্যের দাম। দ্রব্যমূল্যের এ অস্বাভাবিক বৃদ্ধি উচ্চবিত্তদের জীবনযাত্রায় তেমন কোনো প্রভাব না ফেললেও সাধারণ জনগনের দুর্দশা ও ভোগান্তি চরমে পৌঁছাচ্ছে। তাই এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা জরুরি। বাজার ব্যবস্থার উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান মাধ্যমে আয়ের সঙ্গে স্গংতিফূর্ণ একটি স্থিতিশীল বাজার ব্যবস্থার প্রত্যাশা সকলের। নিবেদক গাজী শরীফ শিক্ষক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় পত্র
Previus
সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র 
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম