দাতব্য চিকিৎসালয়ের প্রয়োজনীয়তা উল্লেখ সংবাদপত্রে পত্র 


দাতব্য চিকিৎসালয়ের প্রয়োজনীয়তা উল্লেখ  সংবাদপত্রে পত্র

বরাবর সম্পাদক ‘দৈনিক ইত্তেফাক’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতার্থ হব। নিবেদক গাজী শরীফ

দাতব্য চিকিৎসালয় স্থাপনের আবেদন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত দাসপাড়া একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় আট হাজার লোক বাস করে। এখানে একটি বাজার , দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি স্কুল এন্ড কলেজ এবং একটি মাদ্রাসা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে , এ গ্রামে এবং আশপাশের ৭-৮টি গ্রামে কোনো ভালো ডাক্তার বা চিকিৎসালয় নেই। স্থানীয় লোকজনদের ভালো চিকিৎসার জন্য ৩০ মাইল দূরবর্তী রামগঞ্জ শহরে যেতে হয়, যা গরিব জনগণের পক্ষে ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তা ছাড়া দুর্বল ব্যবস্থাপনা, চিকিৎসক সংকট ইত্যাদির কারণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জনগণ যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছে না। ডাক্তারদের অনুপস্থিতি, স্টাফদের দায়িত্ব পালনে অবহেলা ও বেড সংকটের মতো নান সমস্যায় জর্জরিত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে চিকিৎসাসেবা নিতে আসা অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে বিনা চিকিৎসায়। ফলে জরুরী অবস্থায় রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। এমনকি বিভিন্ন অসুখে অকাল মৃত্যুর অন্ধকারে হারিয়ে যায় অনেকে। ফলে গরিব জনসাধারণকে স্থানীয় বাজারের হাতুড়ে ডাক্তারদের সহজ শিকারে পরিণত হতে হচ্ছে। জরুরী অবস্থায় ওদেও কাছে না গিয়েও কোন উপায় থাকে না। কিন্তু এতে প্রায়ই হিতে বিপরীত হয়। তাই জনগণের জীবন রক্ষার্থে ও সুস্বাস্থ্যের নিশ্চয়তা বিধানকল্পে এ গ্রামে একটি সরকারি দাতব্য চিকিৎসালয় স্থাপন অত্যাবশ্যক হয়ে পড়েছে। ইতিপূর্বে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নিকট কয়েকবার আবেদন করা হলেও তাতে কোনো সাড়া মেলেনি। এমতাবস্থায় অনতিবিলম্বে দাসপাড়া গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনে বাস্তব পদক্ষেপ গ্রহণ করে দুস্থ ও গরিব জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। নিবেদক গাজী শরীফ রামগঞ্জ, লক্ষ্মীপুর।

ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকা সম্পাদকের নিকট পত্র 
Previus
প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংবাদপত্রে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম