ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান- গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম-দশম ও এসএসসি


ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান-নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

১। কোন বানানটি শুদ্ধ ?

ক) ধূলিসাৎ

খ) ভুমিসাৎ

গ) মাস্টার

ঘ) উৎকৃষ্ট

উত্তরঃ ক) ধূলিসাৎ


২। সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে-

ক) ‘ষ’ হয়

খ) ‘ষ’ হয় না

গ) ‘ণ’ হয়

ঘ) ‘ণ’ হয় না

উত্তরঃ খ) ‘ষ’ হয় না ৩। কোন বর্ণ দুটোর পর ‘ণ’ ও ‘ষ’ হয়?

ক) ট, ঠ

খ) ব, ভ

গ) ঋ, র

ঘ) ত, থ

উত্তরঃ গ) ঋ, র

৪। নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ষ’ হয়েছে?

ক) কৃষক

খ) ওষ্ঠ

গ) সুষমা

ঘ) কোষ

উত্তরঃ ঘ) কোষ

৫। নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) অনুষ্টান

খ) আবিষ্কার

গ) ভূমিষ্যাৎ

ঘ) পুরষ্কার

উত্তরঃ ঘ) পুরষ্কার

৬। কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘‘ষ’’ হয়েছে?

ক) ঋষি

খ) আষাঢ়

গ) কষ্ট

ঘ) বর্ষা

উত্তরঃ ঘ) আষাঢ় ৭। স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে ?

ক) ভীষন

খ) লাবণ্য

গ) কৃপণ

ঘ) কারণ

উত্তরঃ খ) লাবণ্য

৮। কোনটিতে স্বভাবতই ‘ণ’ হয়েছে ?

ক) কারণ

খ) বর্ণনা

গ) রমায়ণ

ঘ) ভণিতা

উত্তরঃ ঘ) ভণিতা

৯। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক/র এর পর ‘ষ’ হয়েছে কোন বানানটিতে?

ক) প্রতিষেধক

খ) কৃষক

গ) বর্ষণ

ঘ) চিকীষা

উত্তরঃ ঘ) চিকীষা

১০। কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্ত্য ‘স’ মূর্ধন্য ‘ষ’ হয়?

ক) ত, থ

খ) র, ষ

গ) ট, ঠ

ঘ) ড়, ঢ়

উত্তরঃ গ) ট, ঠ

১১। কোন শব্দটিতে স্বভাইতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

ক) লুন্ঠন

খ) হরিণ

গ) বাণী

ঘ) ব্রাহ্মণ

উত্তরঃ গ) বাণী

১২। বিদেশী ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না। এর উদাহরণ কোনটি ?

ক) অগ্নিসাৎ

খ) প্রতিসেধক

গ) সুসমা

ঘ) জিনিস

উত্তরঃ গ) সুসমা

১৩। নিচের কোন বানান টি সঠিক ?

ক) বর্ষন

খ) মুমূর্ষু

গ) সুসমা

ঘ) জিনিস

উত্তরঃ খ) মুমূর্ষু

১৪। তৎসম শব্দে কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখন ও ‘ণ’ হয় না।

ক) ক

খ) চ

গ) ট

ঘ) ত

উত্তরঃ ঘ) ত

১৫। সংস্কৃত কোন প্রত্যায়যুক্ত পদে ষ হয় না?

ক) ষ্ণ

খ) ষ্ণিক

গ) অনট

ঘ) সাৎ

উত্তরঃ ঘ) সাৎ

১৬) কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়েছে?

ক) কল্যাণ

খ) ঋণ

গ) কারণ

ঘ) হরিণ

উত্তরঃ ক) কল্যাণ

১৭। ‘‘সমাসবদ্ধ শব্দে সাধারণ ণ-ত্ব বিধান খাটে ন’’ এর উদাহরণ কোনটি?

ক) রতন

খ) আপন

গ) অনুষ্টান

ঘ) অগ্রনায়ক

উত্তরঃ ঘ) অগ্রনায়ক ১৮। স্বভাবতই ‘ণ’ হয়েছে কোনটিতে ?

ক) ঋণ

খ) বর্ণনা

গ) পণ

ঘ) ভাষণ

উত্তরঃ গ) পণ

১৯। নিচের কোন বানানটি সঠিক?

ক) জিনিষ

খ) পোষ্ট

গ) পোষাক

ঘ) প্রতিষেধক

উত্তরঃ ঘ) প্রতিষেধক

২০। বিদেশি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না। এর উদাহরণ কোনটি?

ক) অগ্নিসাৎ

খ) প্রতিসেধক

গ) সুসমা

ঘ) জিনিস

উত্তরঃ ঘ) জিনিস

২১। ‘ঋ’ কারের পর ‘ষ’ হয়’ এ নিয়মের উদাহরণ কোনটি ?

ক) চিকীর্ষা

খ) প্রতিষ্ঠান

গ) উৎকৃষ্ট

ঘ) ষড়মন্ত্র

উত্তরঃ ঘ) জিনিস

২২। বিদেশী ভাষা থেকে আগত শব্দে কোনটি ব্যবহৃত হয় না ?

ক) ল

খ) শ

গ) ষ

ঘ) স

উত্তরঃ গ) ষ

২৩। ‘ণ’ ত্ব ও ষ-ত্ব বিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয়?

ক) দেশি

খ) বিদেশি

গ) তৎসম

ঘ) খাঁটি বাংলা

উত্তরঃ গ) তৎসম

২৪। নিচের কোন শব্দটির বানান শুদ্ধ ?

ক) পূর্বাহৃ

খ) ত্রিনয়ন

গ) লন্ঠন

ঘ) দুর্ণাম

উত্তরঃ খ) ত্রিনয়ন

২৫। কোন জাতীয় শব্দে ‘ষ’ এর ব্যবহার হয় না?

ক) তৎসম

খ) বিদেশি

গ) সংস্কৃত

ঘ) তদ্ভব

উত্তরঃ খ) বিদেশি

২৬। তৎসম শব্দের বানালে ‘ণ’ এর সঠিক ব্যবহার এর নিয়মই-

ক) ষ-ত্ব বিধান

খ) ণ-ত্ব বিধান

গ) উপসর্গ

ঘ) প্রত্যয়

উত্তরঃ খ) ণ-ত্ব বিধান

২৭। কোনটি স্বভাবতই ‘ণ’ এর উদাহরণ?

ক) কণিকা/ লাবণ্য/ গণনা/ বাণিজ্য

খ) হরিণ

গ) ঋণ

ঘ) রামায়ণ

উত্তরঃ ক) কণিকা/ লাবণ্য/ গণনা/ বাণিজ্য

২৮। ‘ঋ, র,ষ, এর পরে কী হয়?

ক) ণ

খ) ন

গ) ন্ন ঘ) ণ্য

উত্তরঃ ক) ণ ২৯। কোন জাতীয় শব্দে ‘ণ’ এর ব্যবহার হয় না?

ক) তদ্ভব শব্দে

খ) তৎসম শব্দে

গ) অর্ধ-তৎসম শব্দে

ঘ) খাঁটি বাংলা ও বিদেশি শব্দে

উত্তরঃ ঘ) খাঁটি বাংলা ও বিদেশি শব্দে

৩০। কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্ত ‘স’ মূর্ধন্য ‘ষ’ হয়?

ক) ত, থ

খ) র, ষ

গ) ট, ঠ

ঘ) ড, ঢ

উত্তরঃ গ) ট, ঠ

৩১। বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না?

ক) শ

খ) ষ

গ) স

ঘ) হ

উত্তরঃ খ) ষ

৩২। নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

ক) ভাষণ/তৃণ/বাণ/কল্যাণ/ভণিতা

খ) বর্ণ

গ) রামায়ণ ঘ) পানি

উত্তরঃ ক) ভাষণ/তৃণ/বাণ/কল্যাণ/ভণিতা

৩৩। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখন ও ‘ণ’ হয় না ?

ক) ক-বর্গ

খ) চ-বর্গ

গ) প-বর্গ

ঘ) ত-বর্ণ

উত্তরঃ ঘ) ত-বর্ণ

৩৪। সমাসবদ্ধ শব্দে দু,পদের অর্থের প্রাধন্য থাকলে ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। এর উদাহরণ কোনটি?

ক) অনুষঙ্গ

খ) যতন

গ) রতন

ঘ) ত্রিনয়ন

উত্তরঃ ঘ) ত্রিনয়ন

৩৫। ষ-ত্ব বিধানের স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে ?

ক) মানুষ

খ) বর্ষা

গ) নষ্ট

ঘ) বিষয়

উত্তরঃ ক) মানুষ

৩৬। ‘ট’ বর্গীয় ধ্বনির আগে কোনটির ব্যবহৃত হয় ?

ক) ষ

খ) ণ

গ) স

ঘ) চ্ছ

উত্তরঃ খ) ণ

৩৭। কোন শব্দের বানানে স্বভাবতই ‘ষ’ হয়?

ক) তৃষ্ণ

খ) দ্বেষ

গ) দৃষ্টি

ঘ) বর্ষণ

উত্তরঃ খ) দ্বেষ

৩৮। কোনটি স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ এর উদাহরণ ?

ক) কাষ্ঠ

খ) বিষয়

গ) কৃষক

ঘ) ষড়যন্ত্র

উত্তরঃ ঘ) ষড়যন্ত্র ৩৯। দুর্নীতি, দুর্নাম দুনিবার, সর্বনাম প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয় কেন?

ক) তৎসম শব্দ বলে

খ) দেশি শব্দ বলে

গ) বিদেশী শব্দ বলে

ঘ) সমাসবদ্ধ শব্দ বলে

উত্তরঃ ঘ) সমাসবদ্ধ শব্দ বলে

৪০। কোন শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়? ক) সমাসবদ্ধ শব্দে

খ) অব্যয়যুক্ত শব্দে

গ) সন্ধিয্ক্তু শব্দে

ঘ) প্রত্যয়য্ক্তু শব্দে

উত্তরঃ ক) সমাসবদ্ধ শব্দে

৪১। কোন বানানটি ষত্ব বিধানের নিয়মে শুদ্ধ ?

ক) মাষ্টার

খ) পোষাক

গ) পোশাক

ঘ) পোষ্ট

উত্তরঃ গ) পোশাক

৪২। ‘ঋ’ কার ও ‘র’ এর পর ‘ণ’ হয়। নিচের কোন শব্দের এ বিধান কার্যকর হয়েছে?

ক) অনুষঙ্গ

খ) যতন

গ) তৃণ

ঘ) ত্রি-নয়ন

উত্তরঃ গ) তৃণ

৪৩। কোনগুলো ‘ষ’ত্ব বিধানের উদাহরণ?

ক) ত্রিনয়ন, সর্বনাম

খ) করিস, দেশি

গ) পোশাক, মাস্টার

ঘ) আষাঢ়, উষা

উত্তরঃ ঘ) আষাঢ়, উষা

৪৪। স্বভাবতই মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?

ক) অনুষঙ্গ

খ) অভিষেক

গ) অনুষ্ঠান

ঘ) অভিলাষ

উত্তরঃ ঘ) অভিলাষ

৪৫। কোন কোন কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘স’ না হয়ে ‘ষ’ হয়?

ক) ই, উ

খ) ই, ঈ

গ) এ, ও

ঘ) আ, ই

উত্তরঃ ঘ) অভিলাষ

৪৬। ঋ, র, ষ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন-

ক) ফনী

খ) বর্ণনা

গ) অণু

ঘ) নিপুণ

উত্তরঃ খ) বর্ণনা

৪৭। কোন বানানটি শুদ্ধ ?

ক) বিভিষিকা

খ) বিভীষিকা

গ) বিভিষীকা

ঘ) বিভীষীকা

উত্তরঃ খ) বিভীষিকা

৪৮। ‘তৃষ্ণা’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

ক) ষ + ন

খ) ষ + ঞ

গ) ষ + ঙ

ঘ) ষ + ণ

উত্তরঃ ঘ) ষ + ণ

৪৯। পন্ডিতগণ কোন ধরনের শব্দের বানানে ‘ষ’ এর ব্যবহার অবিকৃত রাখার পক্ষপাতী?

ক) দেশি খ) তৎসম

গ) অর্ধ তৎসম

ঘ) খাঁটি বাংলা

উত্তরঃ খ) তৎসম

৫০। ‘সর্বনাম’ শব্দটিতে ‘ণ’ ব্যবহৃত হয়নি,কারণ এটি -

ক) বিদেশি শব্দ

খ) তৎসম

গ) অর্ধ তৎসম

ঘ) খাঁটি বাংলা

উত্তরঃ গ) অর্ধ তৎসম

৫১। স্বভাবতই ‘ণ’ হয় কোন শব্দে ?

ক) শোণিত

খ) কারণ

গ) অপর্ণ

ঘ) বর্ণনা

উত্তরঃ ক) শোণিত ৫২। ‘ঋ, র, ষ এর পর মূর্ধন্য ‘ণ’ হয়- এর নিয়মের উদাহরণ কোনটি?

ক) উষ্ণ

খ) কৃপণ

গ) হরিণ

ঘ) অর্পণ

উত্তরঃ পণ গ) হরিণ

৫৩। কোন বানানটি সঠিক?

ক) নশ্ট

খ) কষ্ট

গ) কৃসক

ঘ) কুশট

উত্তরঃ খ) কষ্ট

সন্ধি (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)
Previus
ধ্বনির পরিবর্তন - গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম-দশম শ্রেণি ও এসএসসি
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম