ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় ‘বিল্ডিং ওভারশিয়ার-নিয়োগ প্রশ্ন - ২০১৮


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় ‘বিল্ডিং ওভারশিয়ার-নিয়োগ -2018
পরীক্ষার তারিখঃ 19/11/2018


বাংলা, মান: 75,  বিষয় কোড: 101

১। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন:
ক. আমাদের স্বাধীনতা দিবস;
খ. রোহিঙ্গা শরণার্থী সংকট;
গ. নারী শিক্ষা প্রয়াজনীয়তা;
ঘ. স্বদেশপ্রেম;
ঙ. একটি বর্ষা মুখর দিন।
2. নিচের যেকোনো একটি বিষয়ের প্রত লিখুন:
ক. গ্রামে পাঠাগার স্থাপনের গুরুত্ব বর্ণনা করে বন্ধুকে একটি পত্র লিখুন।
অথবা, 
খ. ‘ফেসবুক’ ব্যবহার সুফল ও কুফল জানিয়ে আপনার ছোট ভাইকে একটি পত্র লিখুন।
৩. ভাবসম্প্রসারণ করুন :
প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন
ফুটিয়াছে ছছাটো ফুল অতিশয় দিন।
ধিকধিক করে তারে কাননে সবাই;
সূর্য উঠি বলে তারে, ভালো আছ ভাই?
৪. বাংলায় অনুবাদ করুন :
Man cannot live alone. So he keeps a company. He cannot do without the help of others even for a day. For this reason, men have been living together for many days. This is called social life.
৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন :
ক. অর্থসহ বাগধারাগুলো বাক্যে প্রয়োগ করুন :
আঙ্গুল ফুলে কলা গাছ-
উঁচড়ে পাকা —
উত্তম মধ্যম-
এলাহি কাণ্ড
কলুর বলদ
খ. শুদ্ধরূপ লিখুন :
অনুকুল-
দুরাবস্থা-
মনযোগ-
মনিষী-
পিপিলীকা-
গ. ‘পানি’ অথবা ‘পৃথিবী’ শব্দের পাঁচটি সমার্থক শব্দ লিখুন।
ঘ. এক কথায় প্রকাশ করুন :
হরিণের চামড়া, আকাশে চরে যে, চৈত্র মাসের ফসল,
জয় করিবার ইচ্ছা, যে রোগ নির্ণয়ে হাতড়িয়ে মরে।
ঙ. ণত্ব বিধান ও ষত্ব বিধান কী? উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করুন।

English

1. Write an essay one any on of the following:
a. Your Next-door Neighbors
b. City Life
c. Travelling
2. Write a letter to your younger sister about the importance of reading English newspaper.
Or,
Write a letter to the editor of a renowned daily newspaper, Highlighting the prospect of tourism in our country?
3. Read the following passage carefully and answer the questions that follow:
10 Yoga is universal. It is a path on which all those who have determination may start their journey, irrespective of age, social status, belief or religion. Yoga does not contain any mysteries and is accessible to everyone. It brings hope and self confidence to all those who are disappointed by their materialistic life or are inextricably bound up in all sorts of problems. Yoga casts light on the practical and psychological sides of the problems of life and those of our spiritual conscience. It is a unique method for us to allow our personality to unfold to its fullest extent. Yoga teaches us to live reasonably and avoid uselessly squandering our energy; it also shows us how to exercise self-control and preserve a positive attitude towards life. It is in this way that Yoga leads us towards universal love, for it is by love alone that we may create brotherhood among the nations of the world.
Answer the following Questions :
a. What type of people may start Yoga?
b. Who may benefit from practicing Yoga?
c. What does Yoga teach us?
d. How can we create brotherhood among the nations of the world?
4. Correct the following sentences (any five).
a. She has got married long ago.
b. Karim insisted me to go there.
c. Rich is not always happy.
d. He is my cousin brother.
e. He went to market with a view to buy some fruits.
f. Unless you do not work hard, you will fail.
g. Tell me when will he come?
5. Make sentences with the following (any five):
a. By dint of—
b. Due to—
c. Get rid of --
d. Take after-
e. Hard and fast-
f. A crying need-
g. The lion's share--
6. Re-write the following as directed (any five): 5
a. Do you take pride — your wealth? (use a preposition)
b. I know the boy. (make it passive)
C. He said to me, 'Congratulations! (make it indirect)
d. Rain; reign. (make sentences to show the difference of their meaning)
e. When you went to college. (make it interrogative)
f. I was going-your essay. (use a preposition)
g. We always listen to his advice. (make it passive)

সাধারণ জ্ঞান
মান :৪০ বিষয় কোড :১০৪

বাংলাদেশ বিষয়াবলি
(যেকোনো ০৫ (পাঁচ)টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১. কে কখন বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন?
২. সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে তা একটি উদাহরণসহ লিখুন।
৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে গঠন করা হয়? এ সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? উক্ত সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
৪. আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে রুজু করা হয়? মামলায় কাকে প্রধান আসামী করা হয়? মোট কতজন আসামী ছিলেন?
৫. অপারেশন সার্চ লাইট কী? এটি কবে সংঘটিত হয়? এ অপারেশনের নেতৃত্বে কে ছিলেন?
৬. প্রাচীন বাংলায় ‘মহাস্থানের নাম কী ছিল? ৬৫০ খ্রি. থেকে ৭৫০ খ্রি. পর্যন্ত বাংলায় যে অরাজকতা বর্তমান ছিল তার। | নাম কী? ঈসা খাঁ কে ছিলেন?
৭. পূর্ণরূপ লিখুন (যেকোনো তিনটি) : নগর মহাস্থানগড়ের VGF, GDP, GNP, ADP. নে ঢাকার সৈন্যদের

আন্তর্জাতিক বিষয়াবলি; মান : ১৫
(যেকোনো ০৫ (পাঁচ)টি প্রশ্নের উত্তর দিতে হবে)

৮. যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কী? বর্তমান প্রেসিডেন্টের - পূর্ণ নাম কী? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম রাষ্ট্রপতি?
৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্যদেশের সংখ্যা কত? কয়টি দেশ পরিষদের স্থায়ী সদস্য? যে বিশেষ র; ক্ষমতায় একটি স্থায়ী সদস্য দেশ পরিষদে উত্থাপিত কোনো প্রস্তাব নাকচ করে দিতে পারে সেই ক্ষমতাটিকে কী বলে?
১০. তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম কী? বসফোরাস প্রণালী যে দুটি সাগরকে যুক্ত করেছে সেগুলোর নাম কী? আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে?
১১. ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক কে? ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী কে?
১২. ADB'র পূর্ণরূপ লিখুন। এ প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা কত? এর সদর দপ্তর কোথায়?
১৩. জাপানের সম্রাটের নাম কী? যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী চীনের জনসংখ্যার প্রায় ৯৫ ভাগ সেটির নাম কী? চীনের রাজধানী = Beijing কে ইতোপূর্বে কী নামে অভিহিত করা হতো?
১৪. পূর্ণরূপ লিখুন (যেকোনো তিনটি) :

বিজ্ঞান ও প্রযুক্তি

(যেকোনো ০৫ (পাঁচ)টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১৫. GSP কী? এর মূল কাজ কী?
GPS-এর প্রধান কাজ পৃথিবীর কোনো স্থানে কোনো কিছুর নির্ভুল অবস্থান নির্ণয়। পৃথিবীর অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হিসাব করে এ সিস্টেম ভূপৃষ্ঠে স্থির বা গতিশীল যেকোনো বস্তুর নির্ভুল অবস্থান শনাক্ত করে।
১৬. কখন কোথায় হতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাশূণ্যে উৎক্ষেপন করা হয়?
১৭. ভিটামিনের মূল উৎস কী?
১৮. ওজন স্তরের ক্ষতিকর গ্যাসটির নাম কী?
১৯. মানব প্রজাতির বৈজ্ঞানিক নাম কী?
২০. গলগণ্ডরোগ কীসের অভাবে হয়? এ রোগটি শরীরের কোন অংশে হয়?
২১. এন্টিসেপটিক ও এন্টিবায়োটিক কী?

রেলপথ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন- 26- 11- 2018 -Gazi Online School
Previus
ডাক বিভাগের এস্টিমেটর -২০১৮ সালের নিয়োগ প্রশ্ন - Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম