জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার মনোন্নয়ন  শীর্ষক সেমিনারের সভাপতির ভাষণ তৈরি...


**** জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার মনোন্নয়ন  শীর্ষক সেমিনারের সভাপতির ভাষণ তৈরি কর।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আযোজিত  শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি (যদি থাকে), শিক্ষকমন্ডলী, সুধীবৃন্দ এবং স্নেহাস্পদ ছাত্র – ছাত্রীরা, আস্সালামু আলাইকুম্। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ সরকার ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষা সপ্তাহ পালন করছে। দেশের সরকার তথা শিক্ষা বিভাগ, শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছে। এ কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষাই উন্নতির চাবিকাটি। ২০১৫ সাল নাগাদ শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌছিয়ে দেয়ার প্রয়াসে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। তারপরও যুগের চাহিদা অনুযায়ী এককালীন জ্ঞানের বিস্তার ঘটেছে। তাই আমাদের শিক্ষার মান উন্নয়ন অপরিহার্য। এমন প্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে চলছে গবেষণা। নিত্যনতুন পদ্ধতি প্রয়োগ করে শিক্ষাকে অর্থবহ করে তোলার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে অত্যন্ত কার্যকরী শিক্ষ ব্যবস্থার প্রয়োগ আজো করা হয় নি। স্বাধীনতার পর থেকে বহু বার বহু শিক্ষা কমিশন গঠিত হলেও এর কোনোটিই বাস্তবায়িত হয় নি। এমনি অবস্থায় বরং শিক্ষার মান নিচেন দিকে ধাবিত হচ্ছে। তাই আমাদের শিক্ষার মানের ক্রমাবনতির রোধ করতে না পাররৈ আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে এবং শিক্ষিত লোক সমাজের বোঝা হয়ে দাড়াবে।

ডেঙ্গুজ্বরের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভাষণ তৈরি.....
Previus
Figures of Speech in details
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম