জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স, ২০১৮ সালের নিয়োগ প্রশ্ন


জাতীয় সংসদ সচি্বালয়ের সিনিয়র স্টাফ নার্স 2018
পরীক্ষার তারিখ : ১৩.০৯.২০১৮;
[প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করুন ।


(বাংলা মান : ৫০ বিষয় কোড : ১০১ )

১, যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন :
ক, একাত্তরে মুক্তিযুদ্ধে নারীর অবদান;
খ. পোষাক-শিল্প ও বাংলাদেশ;
গ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার;
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে নদ-নদীর ভূমিকা;
উ, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি।
২. ক, বাংলা নববর্ষ উদযাপনের অভিজ্ঞতা বর্ণনা করে বিদেশি বন্ধুর কাছে একটি পত্র লিখুন।
অথবা,
খ. ‘নিরাপদ সড়ক চাই' শিরোনামে আপনার অভিমত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করুন।
৩. সারমর্ম লিখুন :
বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র
নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে সব পাতায় পাতায়।
শিখছি সে সব কৌতুহলে, সন্দেহ নেই মাত্র।

4. বাংলা অনুবাদ করুন:

We live in an age of science. We can see the influence of science in all fields. Science is a constant companion in our daily life. We have made the impossible into possible with the help of science. Present civilization is the glorious achievement of science.

৫. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন :
ক. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন।
খ. নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখুন :  সমিচিন, পিপিলিকা, গিতাঞ্জলি, মুহুর্ত, মূমূর্ষ
গ. নিচের বাগধারাগুলো নিয়ে অর্থসহ বাক্য রচনা করুন :
বসন্তের কোকিল, ডুমুরের ফুল, তাল পাতার সেপাই, অরণ্যে রোদন, বকধার্মিক।
ঘ. ‘কথা’ শব্দটির বিভিন্ন অর্থে প্রয়োগ দেখিয়ে পাঁচটি বাক্য রচনা করুন।
ঙ. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন :
অহোরাত্র, বিশালাক্ষী, বিলাতফেরত, দম্পতি, নদীমাতৃক ।

ENGLISH

Marks : 50 Subject Code: 1020

1. Write an essay on any one of the following topics using the given hints :

i) Tree Plantation
ii) Patriotism
2. Write a letter to your father informing him how you reached Dhaka to appear at a recruitment test .
Or,

Suppose you are working as a computer operator in a software company. Write an application to your authority for three days' leave of absence to attend the marriage ceremony of your sister.
3. Read the following passage carefully and answer the questions that follow :
Florence Nightingale did not like easy and pleasant occupations of society instead of going out to parties. She visited London hospitals and studied how sick people were nursed back to 5 health and strength. She was shocked by the roughness and stupidity in those hospitals. She went out to Germany and France and learned there all she could about nursing. She returned to England and devoted herself to the hard task of improving the hospitals. Just then war broke out at Crimea. English soldiers went out singing to their death. But dreadful stories came home of wounded men being left to die. Everybody felt that something heroic must be done to put a stop to the sufferings of the brave soldiers. That was done by Florence Nightingale. She went to Crimea with about forty nurses and in a few months she brought order and comfort into what  had been utter chaos and unspeakable misery.
Questions:
a) Why did Florence Nightingale visit London hospitals?
b) What shocked her in those hospitals?
c) Why did she go to Germany and France?
d) What did she do after returning to England?
e) What inspired Nightingale to go to Crimea and what did she do there?

4. Rewrite the following sentences using the right form of verbs given in the brackets (any five):

a) I have (to see) three deer.
b) What (to be) life?
c) The patient (to die) before the doctor came.
d) He (to recover) soon.
e) It (to rain) last night.
f) Rahima (to go to school everyday.
5. Correct any five of the following:
a. Many peoples attended the meeting.
b. My mother is comparatively better today.
c. What is the time in your watch?
d. The students have gone to picnic.
e. The rice of Barisal is better than Dhaka.
f. Do you know where does he live?
6. Make sentences with any five of the following phrases/idioms :
a. At best-
b. Come to light-
c. Make up-
d. Take down—
e. Put off—
f. Run over-

সাধারণ জ্ঞান

 পূর্ণমান : ৪০

 বিষয় কোড : ১০৪ 

ক. বাংলাদেশ বিষয়াবলি; মান :

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে) ৩ x ৫ = ১৫

১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষণা’ ও ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ কী? সংবিধানের কোন তফসিলে ও অনুচ্ছেদে বিবৃত আছে?
২. উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত এবং কী জন্য বিখ্যাত?
৩. টেকসই উন্নয়নে শিক্ষার তিনটি ভূমিকা লিখুন।
৪. বাংলাদেশে নদীশাসন কার্যক্রমে কী কী পদক্ষেপ নেয়া উচিত বলে আপনি মনে করেন- লিখুন।
৫. জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায়? এর স্থপতি কে?
৬. বাংলাদেশে আম্রপালি আমের চাষ কোথায় হয়? এর ভবিষ্যৎ সম্ভাবনা উল্লেখ করুন।
৭. সরকারের কোন কার্যালয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে? এ কার্যালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?

খ. আন্তর্জাতিক বিষয়াবলি; মান :১৫ 

(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে) ৩ x ৫ = ১৫
৮. শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত তিনজন ব্যক্তিত্বের নাম লিখুন।
৯. জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থার নাম কী? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
১0. স্পেন, গ্রিস ও মিশরের রাজধানী ও মুদ্রার নাম লিখুন।
১১. বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সমর্থন দানকারী তিনটি দেশ ও রাষ্ট্রপ্রধানের নাম লিখুন।
১২. মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা নিধন ও বিতাড়ন বন্ধে জাতিসংঘ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ কী?
১৩. পৃথিবীর তিনটি বিপজ্জনজক বিমানবন্দরের নাম লিখুন ও দেশ উল্লেখ করুন।
১৪. নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কী? Velo শব্দের অর্থ কী?

গ. বিজ্ঞান ও প্রযুক্তি

১৫. প্রেসার কুকার কেন ব্যবহার করা হয়?
১৬. বিদুৎ সুপরিবাহী ও কুপরিবাহী বলতে কী বুঝায়?
১৭. ৫টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর নাম লিখুন।
১৮. আকাশে বিদ্যুৎ চমকানোর ফলে বায়ুমন্ডলের কী উপকার হয়?
১৯. ওয়েব পাবলিশিং কী?
২0. ভিডিও কনফারেন্সিং এর সুবিধা লিখুন।
২১. ক্রিকেট খেলায় সাদা পোশাক ব্যবহার করা হয় কেন?

ডাক বিভাগের এস্টিমেটর -২০১৮ সালের নিয়োগ প্রশ্ন - Gazi Online School
Previus
স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী মেরামত প্রকৌশলী - ২০১৮ সালের নিয়োগ প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম