ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১০ সালের ”বাংলা” প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা২০১০
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১. সঠিক উওরে টিক (√)  চিহ্ন দাও ।

১। মাদার তেরেসা কলকাতার কালীঘাটে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?

ক) নবজীবন আবাস

খ) নির্মল হৃদয়

গ) প্রেম নিবাস

ঘ) মিশনারিজ অব চ্যারিটি

২। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) পিলেপটকা

খ) এক পঁয়সার বাঁশি

গ) রীতিমতো কান্ড

ঘ) পুতুলের মিউজিয়াম

৩। ‘ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’ এটি কোন কালের উদাহরণ?

ক) সাধারণ বর্তমান

খ) পুরাঘটিত অতীত

গ) সাধারণ অতীত

ঘ) পুরাঘটিত বর্তমান

৪। কোন বৃক্ষের বাকল দিয়ে মূল্রবান রঙ তৈরি হয়?

ক) ধুন্দুল খ) পশুর

গ) গেওয়া

ঘ) গরান

৫। ব্যাকরণের মূল ভিওি কী?

ক) ধ্বনি

খ) ভাষা

গ) বর্ণ

ঘ) বাক্য

৬। নিচের কোনটি পূরণবাচক শব্দ?

ক) ষোড়শ

খ) পহেলা

গ) মরিমরি

ঘ) প্রথম

৭। যৌগিক শব্দ কোনটি?

ক) দৌহিত্র

খ) গোলাপ

গ) প্রবীণ

ঘ) জলধি

৮। ‘বারকোশ’ শব্দের অর্থ কী?

ক) থালা বিশেষ

খ) খাবার বিশেষ

গ) রান্নার প্রণালি

ঘ) রান্নার নমুনা

৯। আপন ভালো সবাই চায়। এখানে ভালো কোন পদ?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) অব্যয়

১০। প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহুবচন করতে কোনটি ব্যবহৃত হয়?

ক) কুল

খ) বর্গ

গ) গণ

ঘ) বৃন্দ

১১। পাপে বিরত হও, পাপে কোন কারক?

ক) অধিকরণ কারক

খ) অপাদানে ৭মী

গ) করণ কারক

ঘ) কর্তৃকারক

১২। ‘অজমূর্খ’ শব্দে অজ কোন উপসর্গ?

ক) সংস্কৃত

খ) দেশি

গ) বাংলা

ঘ) বিদেশি

১৩। সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?

ক) যাঁরা

খ) যিনি

গ) অন্য

ঘ) তিনি ১৪। ‘উকিল’ কোন ভাষা হতে আগত শব্দ?

ক) আরবি

খ) ফারসি

গ) ওলন্দাজ

ঘ) পর্তুগিজ

১৫। ‘আশ্চর্য’ শব্দটি সন্ধি বিচ্ছেদ কর।

ক) আঃ + চর্য।

খ) তা ঃ + প

গ) প ঃ ক

ঘ) কঃ + ছ

১৬। ‘অতঃপর’ সঠিক উচ্চারণ কোনটি?

ক) ওতোপপর

খ) অতোপর

গ) ওতোপর

ঘ) অতোপপর

১৭। ‘পানি’ শব্দটি সঠিক সমার্থক শব্দ কোনটি?

ক) নীড়

খ) নির

গ) নীর

ঘ) নিড়

১৮। দীনে দয়া কর। কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী

খ) কর্মে দ্বিতীয়

গ) সম্প্রদানে ৭মী

ঘ) অধিকরণে ৭মী

১৯। নিচের কোনটি সঠিক বানান?

ক) পূর্বাহ্ন

খ) মধ্যাহ্ন

গ) অন্তর্ভুক্ত

ঘ) শ্রদ্ধাঞ্জলি

২০। ‘তিমির’ এর বিপরীত শব্দ কোনটি?

ক) অন্ধকার

খ) অপচয়

গ) সমুদয় ঘ) আলোক

২. শূণ্যস্থান পূরণ কর অথবা সঠিক উওর লিখ।

ক. ‘পৌনে তিন’ এর সংখ্যাবাচক রূপ কী?

খ. ‘সঞ্চয়’ এর বিপরীতার্থক শব্দ হলো ------ ।

গ. ‘শারি’ শব্দের পুরুষবাচক শব্দ হলো ------।

ঘ. ‘সম্রাট - শব্দের স্ত্রীবাচক শব্দ -----।

ঙ. ‘দীর্ঘ’ পদের বিশেষ্য ----।

চ. ‘ভীরু’ এর বিপরীত শব্দ -----।

ছ. ‘তাসের ঘর’ বগধারাটির অর্থ কি?

জ. মাদার তেরেসা জন্মগ্রহন করেন ------।

ঝ. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কী?

ঞ. পূর্বেই এর চলতি রূপ -----।

৩. অনুর্ধ্ব দশ বাক্যে ব্যাখ্যা কর। ‘‘ধন্য মাগো জন্মেছি এই দেশে’’

৪. রিকসা’ বিষয়টির উপর দশ বাক্যে একটি অনুচ্ছেদ রচনা কর।  

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১১ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৯ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম