ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৬ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা২০০৬
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। ‘আবজার’ অর্থ কি? ক) সমস্ত খ) গিসগিস গ) পুরোপুরি ঘ) নানাজাতি



২। কথা সাহিত্যিক শওকত ওসমানের আসল নাম কি?

ক) আজিজুল রহমান খ) আজীদ রহমান গ) রহমান আজীজ ঘ) ওসমান ফারুক

৩। কবি হঠাৎ কেন চকমে ওঠেন? ক) পাখির ডাকে খ) মায়ের ডাকে গ) বাঘের ভয়ে ঘ) পাতার শব্দে

৪। ‘বিশ^ জুড়ে এক সুরে বাজিবে গো মিলনের বীণা’ পরে চরণ কোনটি? ক) পরস্পরে বাঁধি দিব প্রীতির বন্ধনে খ) মর্ত্যরে মাটিতে হবে স্বর্গের সৃজন গ) মানব জাগিবে নব জীবন স্পন্দনে ঘ) মানব কল্যাণে সর্বস্ব করিব বিসর্জন

৫। তারই মধ্যে মুখে আমার/ রোদের মতন হাসি হাসি নয় রে হাসি নয় রে/ আগুন আগুন খেলা-এখানে আগুন খেলা কোন অর্থে ব্যবহার হয়েছে। ক) অস্ত্রের লড়াই খ) আগুনের খেলা গ) গরম অবস্থা ঘ) আগুন নিয়ে খেলা

৬। সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়া বালকের মুখ চেয়ে উঠিয়া ডাকিয়া।-এখানে কে কাছে আসে- ক) ছাগবৎস খ) শিশু গ) মায়ে ঘ) বালক

৭। মজলিস কুতুব হাট থেকে কি আনার হুকুম দিয়েছিল? ক) ঘোড়া খ) ছাগল গ) পাখি ঘ) পুতুল

৮। ‘নে তামাক সাজ’ কার কথা- ক) নতুনদার খ) শ্রীকান্তের গ) নতুন মানুষের ঘ) ইন্দ্রের ৯। এভারেস্টের যে সবচেয়ে বড় শৃঙ্গ তার উঁচুতে কে অস্ক কষে বের করেন? ক) রাধানাথ শিকদার খ) বাবুরাম শিকদার গ) সেজান মাহমুদ ঘ) আব্দুল্লাহ আল-মুতী

১০। কাজী নজরুল ইসলামের ‘ওদের জন্য মমতা’ কবিতায় কি বুঝানো হয়েছে-

ক) তাদের জন্য ভালোবাসা খ) অবহেলিত শিশুদের প্রতি গভীর ভালোবাসা

গ) গরীব শিশুর প্রতি গভীর ভালোবাসা ঘ) বঞ্চিত মানুষের কাছে থাকা

১১। ---- চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো? ক) লাল খ) নীল গ) সবুজ ঘ) সাদা

১২। কোন গাছ দিয়ে ঢেঁকি হয়? ক) সুন্দরী খ) কেওড়া গ) পশুর ঘ) বাইন

১৩। ২৫ মার্চের কাল রাতের বর্ণনা কে দিয়েছিলেন?

ক) সাহিত্যিক খ) কবি গ) লেখক ঘ) সাংবাদিক



১৪। কামিনী রায়ের ছদ্মনাম কি?

ক) জনৈক বঙ্গ মহিলা খ) মাদার তেরেসা গ) রামুনা ঘ) মৌসুমী

১৫। ‘গল্প মুঞ্জরি ’ কার লেখা? ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) ড. কুমার শেক গ) ড. আলীয়া ভাট ঘ) ড. হোসাইন মাহমুদ

১৬। ‘ছেলেটিকে চোখে চোখে রেখ।’ এখানে ‘চোখে চোখে’ কি অর্থে প্রকাশ পেয়েছে?

ক) দেখা খ) সর্তকতা গ) চোখের দেখা ঘ) চোখের সতর্কতা

১৭। এ কলমে ভালো লেখা হয়।- এখানে ‘কলম’ কোন কারক? ক) করণ কারক খ) কর্মকারক গ) কর্তৃকারক ঘ) অপাদান করক

১৮। ‘যা অধ্যয়ন করা হয়েছে’ এর কথায় কি বলে-

ক) অধিত খ) অধীত গ) অধ্যয়ন ঘ) অধ্যয়িত

১৯। এক কথায় প্রকাশ ভুল কোনটি-

ক) মনের মধ্যে জন্মে = মনসিজ খ) আমিষের অভাব = নিরামিষ

গ) অশ্রু দ্বারা সিক্ত = অশ্রুসিক্ত ঘ) উপায় নেই যার = নিরুপায়

২০। কোন বানানটি ভুল- ক) স্বত্তা খ) স্বত্ব গ) সওা ঘ) স্বচ্ছন্দ

২১। ‘পটোল তোলা’ সার্থক বাগ্ধাধারা- ক) অক্কা পাওয়া খ) গা ঢাকা দেয়া

গ) পলায়ন করা ঘ) হারিয়ে যাওয়া

২২। ক্রিয়াপদের সাথে সর্ম্পক না রেখে বাক্যস্থিত অন্যপদের সাথে সর্ম্পক স্থাপনকে কি বলে? ক) সম্বন্ধ পদ খ) সম্বোধন গদ গ) বিশেষ্য পদ ঘ) লিখিত পদ

২৩। কোন ভাষা নাটক, সংলাপ, বক্তৃতার অনুপযোগী-

ক) সাধু ভাষা খ) চলিত ভাষা গ) কথ্যরূপ ঘ) লিখিত রূপ

২৪। যোগরূঢ় শব্দ কোনটি- ক) পরঙ্ক খ) বাঁশি গ) তৈল ঘ) গায়ক

২৫। নি¤েœর কোনটি জাতিবাচক বিশেষ্য? ক) পাখি খ) শ্রমিক গ) সৈন্য ঘ) বলদ

২৬। ‘প্রসন্ন’ এর লিঙ্গ পরিবর্তন কোনটি? ক) সদয় খ) প্রসবী গ) প্রসার ঘ) বিস্তার

২৭। ‘ধীমান’ এর লিঙ্গ পরিবর্তন কোনটি? ক) ধীমানী খ) ধীমতি গ) ধীরব ঘ) ধিমানী

২৮। নিচের কোনটি চলিত রীতির উদাহরণ? ক) সে বল খেলছে খ) প্রভাত হইয়াছে গ) সে ভাত খাইয়াছে ঘ) স্কুলে গিয়েছিলাম

২৯। কোনটি অকর্ম ক্রিয়া? ক) সে বল খেলে না খ) সে কথা শোনে গ) সে রাতে ভাত খাবে ঘ) সে গান শোনে না

৩০।কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? ক) প্রতি + এক খ) মত + ঐক্য গ) বি + চ্ছিন্ন ঘ) সদা + জাত

৩১। উপসর্গ বসে কোন শব্দটি গঠিত হয়েছে? ক) বাবুয়ানা খ) আগাছা গ) দেনাদার ঘ) আধশা

৩২। কোনটি সন্ধির জন্য সঠিক? ক) দুই বর্ণের মিলন ঘটে খ) দুই শব্দের মিলন ঘটে গ) একাধিক পদ মিলিত হয় ঘ) উচ্চারণে অসুবিধা হয়ৎ

৩৩। কোনটি দ্বন্ধ¦ সমাসের উদাহরণ? ক) হাটবাজার খ) গরমিল গ) দুর্ভিক্ষ ঘ) কালসাপ ৩৪। দিনের বিশেষণ কোনটি? ক) দৈনিক খ) দৈন্য গ) দিবস ঘ) দ্বীন

৩৫। ‘বিদ্বান’ এর বিপরীত শব্দ কোনটি? ক) পন্ডিত খ) মূর্খ গ) শিক্ষিত ঘ) অশিক্ষিত

৩৬। ‘জল’ যদি পানি হয় ‘জ্বর’ অর্থ কি? ক) দীপ্তি খ) আলো



গ) আলোচিত ঘ) দ্বীপ্তি

৩৭। ‘কাগজ’ কোন ভাষায় শব্দ? ক) দেশি খ) বিদেশি গ) আরবি ঘ) ফারসি

৩৮। ‘মেঘ হতে বৃষ্টি হয়’ এখানে মেঘ কোন কারক? ক) অপাদান কারক খ) উপাদান কারক গ) অপর কারক ঘ) উপরা কারক

৩৯। যৌগিক স্বরধব্বনি কি কি? ক) ঐ, ঔ খ) ক, খ গ) ঙ,চ ঘ) জ,ঝ

৪০। টা, টি, খানা, খানি যোগ করলে কি হয়? ক) একবচন খ) বহুবচন গ) উভয় ঘ) ক্রিয়া

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৭ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৫ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম