ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৯ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা১৯৯৯
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। “ওদের জন্য মমতা” কবিতায় কবি কাদের কথা বলেছেন? তাদের অবস্থান বর্ণনা দাও। ২। এক কথায় উত্তর দাওঃ

ক) “ধান ভানলে কুড়ো দিব”- গ্রন্থটি কার লেখা?

খ) মাদার তেরেসা কুষ্ঠরোগীদের জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তার নাম কি?

৩। সঠিক উওরটিতে টিক (√ ) চিহ্ন দাওঃ

ক) ‘তার মুখে ফুলচন্দন পড়–ক’ --------- এ বাক্যে ‘মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

গালি/ আর্শীবাদ/ দয়া/ সম্মান।

খ) হস্ত কোন শব্দ? তৎসম/ তদ্ভব/ দেশি/বিদেশী।

গ) ইয়েন এর স্ত্রী লিঙ্গ কি? ঈয়েনু/ঈয়েনি/ইয়েণু/ ইয়েনী।

ঘ) ভোজন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ করঃ বুভুক্ষ/ বুভুক্ষা/ বুভুনেচ্ছা/বুভুক্ষু।

ঙ) ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? লো +অণ/ লো + অন/ লে + অন/ ল + অন।

৪। নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করঃ

ক) হাত (প্রভাব) খ) হাত (পাকা) গ) হাত (অনুগ্রহ) ঘ) হাত (ক্ষমা) ঙ) হাত (দক্ষ) ৫। শূণস্থান পূরন করঃ ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ------ খ্রিস্টাব্দে মারা যান। খ) সোল্লাসে গাহিব সবে ----- বাণী। গ) সুকুমার রায় ------ পত্রিকা সম্পাদনা করেন। ঘ) ক্রিয়ার মূলকে ------ বলে। ঙ) অনুসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু ------ আছে।

৬। সঠিক উওরগুলো লেখঃ ক) ‘নিরস্ত শব্দের অর্থ কি? খ) নীতি অর্থ নিয়ম, নিতি অর্থ কি? গ) ‘সমীচিন’ শব্দটির শুদ্ধ কি? ঘ) তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? ঙ) অনুবাদ এর বিশেষণ কি?

৭। বাংলা অনুবাদ করঃ

ক) May you be progress in life. খ) I read the book before at once.

গ) The ass is a beast of burden. ঘ) Karim does not take tea. ঙ) There is none else like mother.

৮। ভাব-সম্প্রসারণ করঃ আপনকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয়। ৯। এবারের বন্যায় তোমার ক্ষতিগ্রস্ত এলাকার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটা পত্র দাও।

১০। ১৫টি বাক্যে রচনা লেখ। ক) জাতীয় পতাকা, খ) দেশ ভ্রমণের গুরুত্ব, গ) তোমার প্রিয় খেলা।   

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০০ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৮ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম