এলাকার একটি রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।


 রাস্তা মেরামতের জন্য সংবাদপত্রের প্রকাশের উপযোগী  পত্র

বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, ঢাকা-১২১৫। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় নিম্ন লিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ

জরুরিভিত্তিতে রাস্তার সংস্কার প্রয়োজন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত দাসপাড়া - পানপাড়া সড়কটি অত্র উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। জেলা শহরের সাথে সংযোগ স্থাপনকারী এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, প্রাইভেট কার ও রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তা ছাড়া প্রতিদিন হাজার হাজার পথচারী এ সড়কটি ব্যবহার করে। কিন্তু গত বছর বন্যার পানি নামতে দেরি হওয়ায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এবারের বন্যায় রাস্তারি স্থানে স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছর পূর্বে রাস্তাটিতে ইট বসানো হয়েছিল এবং কিছু অংশ পাকা করা হয়েছিল। কিন্তু বহুদিন যাবৎ সংস্কার না হওয়ায় রাস্তায় ইটগুলো খসে পড়েছে এবং কোনো কোনো স্থানের মাটিও ভেঙে পড়ে যাচ্ছে। এ রাস্তা দিয়ে বাস, ট্রাক চলাচল ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। অথচ এ রাস্তার পাশেই রয়েছে বাজার, হাসপাতাল , কলেজ ও এমন সব গর্তের সৃষ্টি হয়েছে যে যানবাহন তো দূরের কথা , পায়ে হেঁটে চলাই দুস্কর। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া সম্ভব হয় না বলে তাদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। তাই রাস্তাটির আশু সংস্কারের ব্যবস্থা করা না হয়ে অত্র এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। ইতিপূর্বে এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমতাবস্থায় অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করে অত্র এলাকার জনগণের দুর্দশা লাঘব করার জন্য সংশ্লিট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিবেদক গাজী শরীফ গ্রামবাসীর পক্ষে।

সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র 
Previus
গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম