আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিবরণ দিয়ে সংবাদপত্রে পত্র 


আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিবরণ দিয়ে সংবাদপত্রে পত্র

বরাবর সম্পাদক ‘দৈনিক ইত্তেফাক’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতার্থ হব। নিবেদক গাজী শরীফ

সন্ত্রাসীদের উপদ্রব থেকে রেহাই চাই

ঢাকা মহানগরীর খিলক্ষেত একটি জনবহুল এলাকা। এ এলাকার অধিবাসীরা অনেক দিন ধরে সুখ-শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি মাস্তানদের উপদ্রবে এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অত্র এলাকার শান্তি প্রিয় সাধারণ মানুষ আজ অসহায়। মাস্তানদের কাছে তারা জিম্মি। উঠতি বয়সী কতিপয় উচ্ছৃঙ্খল তরুণ লম্বাচুল ও বিচিত্র বেশভূষা নিয়ে রাস্তায় সিগারেট টানে, মোড়ে মোড়ে জটলা বেঁধে হৈ-হুল্লোড় করে ও চায়ের দোকানে আড্ডা জমায়। এরা মেয়েদের স্কুলের সামনে ছুটির সময় অনর্থক দাঁড়িয়ে থাকে এবং মেয়েদের প্রতি অশালীন মন্তব্য আর অশ্লীল অঙ্গভঙ্গি করে। অনেক সময় বয়স্করাও তাদের লাঞ্ছনা থেকে রেহাই পায় না। তারা পায় প্রতিদিনই মারামারি আর ঝগড়া -ফ্যাসাদে লিপ্ত থাকে। দোকান ও হোটেল ভাঙচুর এ এলাকার নিত্যনৈমিত্তিক ঘটনা। তারা জোর করে নানা অজুহাতে অহরহ চাঁদা আদায় করে। সন্ধ্যাার পর এখানকার রাস্তায় যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায় প্রদিদিনই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এই মাস্তানরা সংঘবদ্ধভাবে পথচারীদের হয়রানি করে। অস্ত্র দেখিয়ে তারা ঘড়ি , অর্থ, ব্যাগ, স্যুটকেস ইত্যাদি ছিনতাই করে। মাঝে মাঝে দিনে দুপুরেই তারা মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তাদের দ্বারা সংঘটিত খুন, রাহাজানি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এ অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এমতাবস্থায়, এই ত্রাসের রাজত্বের অবসান ঘটিয়ে জনজীবনে নিরাপত্তাবোধ ও শান্তি ফিরিয়ে আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। নিবেদক গাজী শরীফ ঢাকা।

প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংবাদপত্রে পত্র
Previus
‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম