অপরাজেয় বাংলা - অনুচ্ছেদ - Gazi Online School


অপরাজেয় বাংলা

অপরাজেয় বাংলা একটি বিখ্যাত ভাস্কর্য। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখে সগৌরবে দাঁড়িয়ে আছে। এর স্থপতি আব্দুল্লাহ খালেদ মাহমুদ এবং উদ্বোধন হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।

এই ভাস্কর্যটির নামকরণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলনকে একই সূত্রে গ্রথিত করেছে। ভাষা আন্দোলনের রক্তস্নানের মধ্য দিয়ে বাংলার সূর্য সন্তানেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে পরাজেয় করে রেখেছে। তাই এর নামকরণ যথার্থ হয়েছে। স্বাধীনতা সংগ্রামে যেমন নারী-পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ করেছে, ঠিক তেমনি ভাস্কর্যে দুইজন পুরুষ মুক্তিযোদ্ধার মধ্যখানে একজন নারী মুক্তিযোদ্ধার মূর্তিস্থান পেয়েছে। 

আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট - অনুচ্ছেদ। Gazi Online School
Previus
ক্ষমতার মোহ - অনুচ্ছেদ - Gazi Online School
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম