অনুচ্ছেদ “সমাজে নারীর ভূমিকা”


সমাজে নারীর ভূমিকা

অতীতে নারীরা আমাদের সমাজে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারত না। পরিবারে তাদের কর্তৃত্বপূর্ণ ভূমিকা ছিল না। আমাদের সমাজে নারীদের ভূমিকা মাতা, বধূ এবং গৃহকর্ত্রী হিসেবে সীমাবদ্ধ ছিল। তা ছাড়া তারা সন্তান-সন্তুতি জন্ম দিত এবং লালন-পালন করত। তারা কোমল, নরম, দুর্বল, বিনীত এবং তত্ত্বাবধানের জন্য পুরুষের ওপর নির্ভরশীল বলে বিশ্বাস করা হতো। যদি একজন মহিলার এসব গুণের অভাব থাকত, তহলে ধরে নেওয়া হতো যে তার যোগ্যতা এবং দক্ষতার অভাব আছে। কিন্তু আজকে নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করছে। তারা আর তাদের পিতামাতা বা স্বামীর গৃহের চার দেয়ালের মধ্যে আবদ্ধ নয়। তারা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে এবং সরকারের সকল উন্নয়নমূলক কাজে পুরুষের পাশাপাশি থেকে কাজ করছে। উচ্চশিক্ষা লাভ করে তারা পাইলট, ডাক্তার , ইঞ্জিনিয়ার , শিক্ষক, প্রশাসক এবং আরও অনেক কিছু হচ্ছে। তারা তাদের গুরুত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে। তারা শুধু তাদের পারিবারিক কাজই করে না, পরিবারের বাইরের কাজও করে। তারা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। এখন এটি পুরুষের উপলব্ধিতে এসেছে যে, দেশের অর্ধেক জনসংখ্যাকে বাড়িতে অলস রেখে কখনো দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই এটি বলার অপেক্ষা রাখে না যে, নারীরা আমাদের দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে ভূমিকা পালন করছে। দেশ ও সমাজ গঠনে তারাও আজ পুরুষের সমান অংশীদার।

অনুচ্ছেদ “স্যাটেলাইট টিভি চ্যানেল”
Previus
অনুচ্ছেদ “বাংলাদেশের জনসংখ্যা সমস্যা”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম