অনুচ্ছেদ “লিঙ্গ বৈষম্য”


লিঙ্গ বৈষম্য

লিঙ্গ বৈষম্য বলতে ছেলে এবং মেয়ের অধিকার ভোগের ক্ষেত্রে পার্থক্যকে বোঝায়। এটি বাংলাদেশে একটি বড় সামাজিক সমস্যা। মেয়েশিশুরা এর সবচেয়ে বড় শিকার এবং এটা খুবই দুঃখজনক যে, এটা জন্ম থেকেই শুরু হয়। এর পেছনে অনেক কারণ রয়েছে। সামাজিক সংস্কার এবং প্রথা আমাদের পুরুষশাসিত সমাজকে নারীদের অবস্থার অবনমনে প্ররোচিত করে। ধর্মীয় অবপব্যাখ্যা এবং সামাজিক কাঠামোই এর জন্য দায়ী। এ ছাড়া অভিভাবকগণ মনে করেন যে, পুরুষরা পরিবারে অধিক অবদান রাখতে পারে। তাই খুব প্রাথমিক স্তর থেকেই তারা সকল দিক দিয়ে ছেলেশিশুদের অধিক যত্ন নেন। লিঙ্গ বৈষম্যের ফলাফল খুব ক্ষতিকর। এর ফলে মেয়েদের মধ্যে মানসিক জটিলতার সৃষ্টি হয়। তারা এটা ভাবতে পারে না যে, তারাও পরিপূর্ণ মানুষ। অন্যদিকে এ বৈষম্যের ফলে নারীশিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নারীসমাজ অন্যতম সামাজিক ব্যাধি যৌতুক প্রথার শিকার হয়। যা হোক, এ সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এ জন্য মেয়েদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এটা সুপ্রতিষ্ঠিত করতে হবে যে, মেয়েরা পুরুষের সমান অংশীদার। ছেলেশিশু ও মেয়েশিশু উভয়ের জন্য উপযুক্ত শিক্ষা , স্বাস্থ্য ও অন্যান্য সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সর্বোপরি, আমরা তখনই এ সামাজিক অভিশাপ থেকে মুক্ত হতে পারব যখন আমরা সঠিকভাবে এই সত্য উপলব্ধি করতে সক্ষম হব যে, নারীরা শুধু নারীই নয়, বরং তারা মানুষও।

অনুচ্ছেদ “ভূমিকম্প”
Previus
অনুচ্ছেদ “স্যাটেলাইট টিভি চ্যানেল”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম