অনুচ্ছেদ “অতিথি পাখি”


অতিথি পাখি

অতিথি পাখি বলতে একটি নির্দিষ্ট ঋতুতে এক স্থান থেকে অন্যস্থানের আশ্রয় নেওয়া পাখিদের বোঝায়। শীতকালে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমাদের দেশে অতিথি পাখি আসে আশ্রয়ের সন্ধানে। ঝাঁক বেঁধে যখন অতিথি পাখি আসে তখন সে দৃশ্য কত যে অপরূপ হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। এসব পাখি একদিকে যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবুও এক শ্রেণীর অসাধু শিকারির কবল থেকে রক্ষা পায় না দূর প্রবাসের এই অতিথি পাখিগুলো। হাজার হাজার মাইল পথ অতিক্রম করে যেসব পাখি আসে অস্তিত্ব রক্ষার জন্য, সেগুলো অস্তিত্ব বিসর্জন দেয় হৃদয়হীন শিকারির ফাঁদে। শিকারকৃত এসব পাখি গ্রামের বিভিন্ন হাট-বাজারে বিক্রি হয় অবলীলায়। অথচ মানুষের কর্তব্য অতিথি পাখিগুলোকে বসবাসের উপযোগী স্থান যেন করে দেয়া। সেগুলোর জন্য অভয়ারণ্য তৈরি করা, আশ্রয়কালীন সময়টুকুকে নিরাপদ ও আনন্দময় করে তোলা। আর এজন্য মানুষকে হতে হবে প্রকৃতি ও পাখ-পাখলি প্রেমী, পরিত্যাগ করতে হবে ক্ষুদ্রস্বার্থকে। তা ছাড়া বিচিত্র ধরনের এসব পাখি যেন কারও লালসার শিকার না হয় সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। অতিথি পাখির গুরুত্ব সম্পর্কে সবাইকে জানাতে হবে। একটি পাখিও যাতে শিকারির লোলুপ দৃষ্টির সম্মুখীন না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এ ব্যপারে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই রক্ষা পাবে অতিথি পাখি এবং সুরক্ষিত হবে পরিবেশের ভারসাম্য।

অনুচ্ছেদ “আমাদের জাতীয় পতাকা”
Previus
অনুচ্ছেদ “যানজট সমস্যা”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম